ধারে ও ভারে স্কটল্যান্ডের💎 থেকে বিস্তর এগিয়ে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। তুলনায় দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জয় তুলে নেওয়া নিয়ে সংশয়ে ছিল না ব্রিটিশ দল। তবে তাদের লক্ষ্য ছিল শুধু জয় তুলে নেওয়ায় নয়, বরং জয়ের পাশাপাশি নেট রান-রেট বিস্তর বাড়িয়ে নেওয়ায়। শেষমেশ সেই কাজটি যথাযথ করে ইংল্যান্ড। স্কটল্যান্ডকে ধ্বংস করে চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখে🃏 ব্রিটিশরা।
রবিবার শারজায় 🔯বিশ্বকাপের বি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাট ক𓂃রতে নামে স্কটল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১০৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ৩৩ রান করেন ক্যাপ্টেন ক্যাথরিন ব্রাইস। ২৮ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন।
৩১ বলে ২৭ রান করেন সারা ব্রাইস। তিনি ৩টি চার মারেন। ২৩ বলে ১৩ রানের ধীর ইনিংস খেলꦏেন সাসকিয়া হর্লি। ১৪ বলে ১১ রান করেন আইলসা লিস্টার। তিনি ১টি ছক্কা মারেন। ১১ বলে ১০ রান করে নট-আউট থাকেন মেগান ম্যাককল। খাতা খুলতে পারেননি জ্যাক-ব্রাউন। ৩ রান করে আউট হন ডার্সি কার্টার। ৬ রানে নট-আউট থাকেন ক্যাথের🙈িন ফ্রেজার।
আরও পড়ুন:- Pakistan Test Squad: গণহারে ছাঁটাই! পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ বাবর-শাহিন-�🌳�নাসিম
ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন সোফি একলেস্টোন। ৪ ওভারে ১৬ ♈রান খরচ করে ১টি উইকেট নেন লরেন বেল। ৪ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট পকেট🔴ে পোরেন ন্যাট সিভার ব্রান্ট। চার্লি ডিন ৪ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট নেন। ড্যানিয়েল গিবসন ১ ওভারে ৫ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন।
প🌺ালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ১০ ওভারেই জয় তুলে নেয়। তারা বিনা উইকেটে ১১৩ রান তুলে ম❀্যাচ জিতে যায়। ৬০ বল বাকি থাকতে ১০ উইকেটের বিশাল জয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে টপকে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসে তারা।
ইংল্যান্ডের হয়ে হাফ-সেঞ্চুরি করেন দুই ওপেনার মাইয়া বাউচার ও ড্যানি ওয়াট। মাইয়া ৩৪ বলে ৬২ রান করে নট-আউট থাকেন। তিনি ১২টি চার মারেন। ২৫ বলে ৫১ রান⛦ করে নট-আউট থাকেন ড্যানি ওয়াট। তিনি ৭টি চার মারেন।