ব্যাট হাতে ঝড় তুললেন ইউসুফ ও ইরফান পাঠান। তবে তা সত্ত্বেও প্রথম প্রচেষ্টায় দলকে লেজেন্ডস লℱিগের ফাইনালে তুলতে ব্যর্থ হন পাঠান ভাইরা। যদিও সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি। বরং প্রথম কোয়ালিফায়ারের হার থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
শনিবার চলতি লেজেন্ডস লিগের প্রথম কোয়ালিফায়ারে সম্মুখসমরে নামে ইরফান পাঠানের নেতৃত্বাধীন কোনারক সূর্যাস ওড়িশা ও সাদার্ন সুপারস্টার্স। সাদার্নকে নেতৃত্ব দেন কেদার যাদব।🦹 শ্রীনগরে টস জিতে হেরে শুরুতে ব্যাট করতে নামে কোনারক। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৮ রান সংগ্রহ করে।
ব্যাট হাতে ঝড় তোলেন ইউসুফ-ইরফান
ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন ইরফান পাঠান। তিনি ৪৭ বলে ৬২ রান করে কেদার যাদবের শিকার হন। ইরফান মোট ৬টি চার ও ৩টি 𓃲ছক্কা মারেন। ইউসুফ পাঠান নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ২১ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন। ইউসুফ ৪টি চার ও ৩টি ছক্কা মারেন।
এছাড়া রিচার্ড লেভি ২৫বলে ২২ রানের যোগদান রাখেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। বাকিরা কেউই বলার মতো র💜ান করতে পারেননি। খাতা খুলতে পার💯েননি দলের তিনজন ব্যাটার। সুপারস্টার্সের হয়ে ১৯ রানে ২টি উইকেট নেন আবদুর রাজ্জাক। ২৯ রানে ২টি উইকেট নেন সুবোথ ভাটি। ২৭ রানে ২টি উইকেট সংগ্রহ করেন হামিদ হাসান। ৩১ রানে ২টি উইকেট দখল করেন ক্যাপ্টেন কেদার যাদব।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি মাসাকাদজার
জবাবে ব্যাট করতে নেমে সাদার্ন সুপারস্টার্স ১৭.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পকেট𒐪ে পোরে তারা। দাপুটে হাফ-সেঞ্চুরি করেন হ্যামিল্টন মাসাকাদজা। তিনি ৪৯ বলে ৬৭ রান করেন। মারেন ৫টি চার ও ৫টি ছক্কা।
২০ বলে ৪০ রা♋ন করে অপরাজিত থাকেন পবন নেগি। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ২৩ রানের যোগদান রাখেন উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী। মার্টিন গাপ্তিল ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৪ রান করে আউট হন। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৭ রান করে নট-আউট থাকেন চিরাগ গান্ধী।
কোনারকের হয়ে ১টি করে উইকেট🔯 ন💫েন দিবেশ পাঠানিয়া, বিনয় কুমার ও কেপি আপান্না। ম্যাচের সেরা হন মাসাকাদজা।