শুভব্রত মুখার্জি:- আসন্ন টি-২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের হাইভোল্ট𒀰েজ ম্যাচের আয়োজনের দায়িত্বও পেয়েছে🌊 ক্রিকেটে একেবারে নবাগত আমেরিকা। বিশ্বকাপের আগেই টি-২০ আন্তর্জাতিক সিরিজে টেস্ট খেলিয়ে দেশ বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র।
এমন আবহে ফের একটি সুখবর এল দেশের💟 ক্রিকেটের জন্য। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে💦 এই সুখবর তাদেরকে দেওয়া হল। আমেরিকাতে এই বছরেই দ্বিতীয় মরশুমে পড়বে তাদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ মেজর লিগ ক্রিকেট। আর দ্বিতীয় মরশুম শুরুর আগেই আইসিসির তরফে এই টুর্নামেন্টকে লিস্ট-এ স্ট্যাটাস অর্থাৎ তকমা দেওয়া হল!
বিশ্বকাপের পর ৫ জুলাই থেকে শুরু হ🙈বে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মরশুম। এই মরশুমে স্টিভ স্মিথ, শাকিব আল হাসান সহ একাধিক তারকা খেলবেন। দ্বিতীয় মরশুমে বল মাঠে গড়ানোর আগেই এই সুখবর পেল লিগ 🌼কর্তৃপক্ষ। আইসিসি এই লিগকেও দিয়েছে লিস্ট এ ক্রিকেটের মর্যাদা। ফলে বিশ্বের বিভিন্ন শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশের ক্রিকেটাররা যেমন এই লিগে খেলতে উৎসাহিত হবেন, তেমনভাবে উৎসাহিত হবেন নিশ্চিতভাবেই স্পন্সররাও। আমেরিকার ক্রিকেটে বিনিয়োগ যত বাড়বে তত উন্নত হবে দেশের ক্রিকেটের পরিকাঠামো।
প্রসঙ্গত এই মুহূর্তে প্রায় বিশ্বের সব ক্রিকেট খেলিয়ে দেশেই একটি করে ফ্র🦩্যাঞ্চাইজি টি-২০ ঘরোয়া লিগ খেলা হয়। এই লিগগুলোকে এর আগে লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আইসিসির শর্ত ছিল- অবশ্যই আয়োজক দেশকে টেস্ট খেলিয়ে দেশ হতে হবে। অর্থাৎ সোজা কথায় একমাত্র আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর টুর্নামেন্ট এতদিন পেত লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা।
সম্প্রতি এই শর্ত শিথিল করা হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা 🌼আইসিসির তরফে। এই শর্ত শিথিল হওয়ার পরে ২০২৩ সালের ডিসেম্বর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে আইএল টি-২০'কে প্রথমবার লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা দেওয়া হয়েছিল। আর এবার আইসিসির সহযোগ൲ী সদস্য দেশের মধ্যে দ্বিতীয় টুর্নামেন্ট হিসেবে মেজর লিগ ক্রিকেটকেও একই মর্যাদা দিল আইসিসি।
লিস্ট-এ মর্যাদা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মেজর লিগের টুর্নামেন্ট ডিরেক্টর জাস্টিন গেয়ালে। ঘটনাচক্রে এই মেজর লিগেও রয়েছে সদ্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়া নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি। লস অ্যাঞ্জ🌜েলেস নাইট রাইডার্স দলের হয়ে খেলতে এবার চুক্তিবদ্ধ করা হয়েছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকে। এইবারেই প্রথমবার মেজর লিগ ক্রিকেট খেলবেন শাকিব-সহ একাধিক তারকা ক্রিকেটার।