আইপিএলের প্লেয়ার রিটেনশন নিয়ে বিসিসিআই যে নতুন নির্দেশিকা জারি করেছে, তাতে ধরে রাখা ক্রিকেটারদের জন্য ন🃏ূন্যতম মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। রিটেনশন ও রাইট টু ম্যাচ কার্ড মি✨লিয়ে মোট ৬ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি, যাঁদের মধ্যে একজনকে হতে হবে ভারতের ঘরোয়া ক্রিকেটার। ভারতীয় ও বিদেশি মিলিয়ে বাকি পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি।
বিসিসিআই এক্ষেত্রে রিটেন করা ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজিদের কত খরচ হবে, 🎐সেটা ভাগ করে দিয়েছে এইভাবে-
১. প্রথম রিটেশন- ১৮ কোটি টাকা।
২. দ্বিতীয় রিটেনশন- ১৪ কোটি টাকা।
৩. তৃতীয় রিটেনশন- ১১ কোটি টাকা।
৪. চতুর্থ রিটেনশন- ১৮ কোটি টাকা।
৫. পঞ্চম রিটেনশন- ১৪ কোটি টাকা।
৬. ঘরোয়া ক্রিকেটার- ৪ কোটি টাকা।
অর্থাৎ, ৫ জন আন্তর্জাতিক ক্রিকেটারকে ধরে রাখতে ফ্র্যাঞ্চাইজিদের খরচ হবে (১৮+১৪+১১+১৮+১৪) মোট ৭৫ কোটি টাকা। ইএসপিএন ক্রিকইনফোর খবর 💞অনুযায়ী, বিসিসিআই এক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের হাতে ক্ষমতা দিয়েছে যে, এই ৭৫ কোটি টাকা তারা ৫ জন ক্রিকেটারকে ধরে রাখতে নিজেদের পছন্দ মতো খরচ করতে পারবে। অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজিরা চাইলে কোনও ক্রিকেটারকে ধরে রাখতে ২৫ কোটি টাকাও খরচ করতে পারে।
উদাহরণ হিসেবꦚে বলা যায় যে, যদি কোনও ফ্র্যাঞ্চাইজি প্রথম ক্রিকেটারকে ২৫ কোটিতে, দ্বিতীয় ক্রিকেটারকে ২০ কোটিতে এবং তৃতীয় ক্রিকেটারকে ১৫ কোটিতে ধরে রাখে, তবে চতুর্থ ও পঞ্চম ক্রিকেটারকে বাকি ১৫ কোটির মধ্যে রিটেন করতে পারবে।
এক্ষেত্রে সামনে আসছে রিটেনশন নিয়ে আরও একটি বড় খবর। সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে ধরে রাখতে চলেছে দক্ষিণ আফ্রিকার এনরিখ ক্লাসেনকে। তাঁর জন্য ফ্র্যাঞ্চাইজি খরচ করতে চলেছে ২৩ কোটি টাকা। ক্লাসেনকে তারা দল🎐ে নিয়েছিল ৫ কোটি ২৫ লক্ষ টাকায়। সুতরাং, ৩৩৮ ꧅শতাংশ বেশি অর্থ পেতে চলেছেন ক্লাসেন।
প্যাট কামিন্সকে সানরাইজার্স ধরে রা꧃খতে চলেছে ১৮ কোটি টাকায়। কামিন্সকে হায়দরাবাদ দলে নিয়েছিল ২০ কোটি ৫০ লক্ষ টাকায়। সুতরাং, গতবারের তুলনায় ১২.২ শতাংশ কম অর্থ পেতে চলেছেন কামিন্স। অভিষেক শর্মাকে ১৪ কোটি টাকায় ধরে রাখতে চাইছে সানরাইজার্স। অভিষেক এতদিন পেতেন ৬ কোটি ৫০ লক্ষ টাকা। অর্থাৎ, তিনি ১১৫ শতাংশ বেশি অর্থ পেতে পারেন এবার।