বুধবার শ্রীনগরের রুদ্ধশ্বাস ফাইনাল কোনারক সূর্যাস ওড়িশাকে হারিয়ে এবারের লেজেন্ডস লিগ ক্রিকেটের খেতাব জেতে সাদার্ন সুপারস্টার্স। এলএলসি-র ফাইনাল গড়ায় সুপার ওভারে। এক ওভারের টাই-ব্রেকারে বাজিমাত করে কেদার যাদবের নেতৃত্বাধীন স𒊎ুপারস্টার্স। যদিও তার আগে ২০ ওভারের নির্ধারিত লড়াইয়ে সাদার্নের হয়ে হ্যামিল্টন মাসাকাদজা ও ওড়িশার হয়ে ইউসুফ পাঠান ব্যাট হাতে তাণ্ডব চালান।
ফাইনালে টস হেরে শুরুত🍎ে ব্যাট করতে নামে সাদার্ন সুপারস্টার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বཧিনিময়ে ১৬৪ রান তোলে। ৫৮ বলে ৮৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন হ্যামিল্টন। তিনি ৮টি চার ও ৫টি ছক্কা মারেন। ২৪ বলে ৩৩ রান করেন পবন নেগি। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ২৫ বলে ২৭ রান করেন মার্টিন গাপ্তিল। তিনিও ২টি চার ও ২টি ছক্কা মারেন। ওড়িশার মুনাবীরা ৩ ওভারে ৯ রান খরচ করে ৪টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে কোনারকও ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৪ রানে আটকে যায়। ইউসুফ পাঠান ৩৮ বলে ৮৫ রানের ধ্বং✅সাত্মক ইনিংস খেলেন। তিনি ৬টি চার ও ৮টি ছক্কা মারেন। ম্যাচ টাই হলে লড়াই গড়ায় সুপার ওভারে। ওড়িশা শুরুতে ব্যাট করে ১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৩ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সুপারস্টার্স।
চ্যাম্পিয়ন হয়ꦿে সাদার্ন সুপারস্টার্স ২ কোটি টাকা পুরস্কার পায়। রানার্স দল কোনারকের ঝুলিতে ঢোকে ১ কোটি টাকা। ফাইনাল ম্যাচের ব্যক্তিগত পুরস্কার বিজয়ীরা স্মারক ছাড়াও ২৫ হাজার টাকা করে পুরস্কার পান।
লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৪-এর সম্পূর্ণ পুরস্কার তালিকা
১. চ্যাম্পিয়ন- সাদার্স সুপারস্টার্স।
২. রানার্স- কোনারক সূর্যাস ওড়িশা।
৩. টুর্নামেন্টের সেরা- মার্টিন গাপ্তিল।
৪. ফাইনালের সেরা- হ্যামিল্টন মাসাকাদজা।
৫. ফাইনালের সেরা ইনিংস- ইউসুফ পাঠান।
৬. ফাইনালের স্টাইলিস্ট প্লেয়ার- পবন নেগি।
৭. ফাইনালের গেম চেঞ্জার- মার্টিন গাপ্তিল।
৮. টুর্নামেন্টের সর্বোচ্চ রান- মার্টিন গাপ্তিল (৩৩৯)।
৯. টুর্নামেন্টের সর্বাধিক উইকেট- মনন শর্মা (১৭)।
১০. টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস- মার্টিন গাপ্তিল (১৩১)।
১১. ফাইনালের সর্বোচ্চ ইনিংস- ইউসুফ পাঠান (৮৫)।
১২. টুর্নামেন্টের সেরা বোলিং পারফর্ম্যান্স- মনন শর্মা (১৭/৬)।
১৩. ফাইন♈াল✱ের সেরা বোলিং পারফর্ম্যান্স- দিলশান মুনাবারী (৯/৪)।