একদিকে ৬ ম্যাচে ৫ নম্বর জয় ❀তুলে নিয়ে চলতি বেঙ্গল প্রো টি-২০ লিগের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন মুকেশ কুমাররা। অন্যদিকে টানা ৬টি ম্যাচে হারের মুখ দেখতে হয় মনোজ তিওয়ারিদের। শনিবার টুর্নামেন্টে ২২তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে মুকেশ কুমারের নেতৃত্বধীন স্ম্যাশার্স মালদা ও মনোজ তিওয়ারির হারবার ডায়মন্ডস। রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে জয় তুলে নেয় মালদা।
ইডেনে টস জিতে মুকেশ কুমারদের শুরুতে ব্যাট করতে পাঠান মনোজ। প্রথমে ব্যাট করে স্ম্যাশার্স মালদা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তোলে। দলের হয়ে সব থেকে বেশি ৩৭ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ২১ বলের ইনিংসে তিনি ৪✨টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া ৩১ বলে ৩৬ রান করেন ঋতম পোড়েল। তিনি ৬টি চার মারেন। ৮ নম্বরে ব্যাট করতে নেমে অয়ন ভট্টাচার্য্য ১০ বল✅ে ৩১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৩ রান করেন অখিল। ২৩ বলে ২৩ রান করেন কাইফ আহমেদ। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
হারবার ডায়মন্ডসের হয়ে ৩ ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন শুভম সরকার। ৩ ওভারে ২🌠১ রান খরচ করে ২টি উইকেট নেন অনুরাগ তিওয়ারি। ১টি করে উইকেট দখল করেন মহম্মদ কাইফ, আমন সিং ও প্রয়াস রায় বর্মন। মনোজ তিওয়ারি ২ ওভার বল করে ১৭ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তি♓নি।
পালটা ব্যাট করতে নেমে হারবার ডায়মন্ডস ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭১ রানে আটকে যায়। ২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে স্ম্যাশার্স মালদা। মনোজ তিওয়ারি ফের ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। মনোজ টুর্নামেন্টের ৬টি ম্যাচে ব্যাট করতে নেমে ৪, ১৭, ২৭, ২, ৪৫ ও ৮ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন। অর্থাৎ, ৬টি ইনিংস মিলিয়ে সাকুল্যে ১০৩ রান সংগ্রহ করেন মনোজ। তাঁর দল ৬টি ম্যাচে মাঠে নেমে সবগুলিতে হেরে যায়। স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে হারবার ড✅ায়মন্ডসের।
হারবার ডায়মন্ডসের হয়ে পুনিশ মেহতা ২০ বলে ৪২ রান করেন। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন। এছা🤡🦩ড়া বিবেক সিং ২০, দেবব্রত দাস ১৫ ও শুভম সরকার ২৪ রান করেন। মালদার হয়ে ২টি করে উইকেট নেন রমেশ প্রসাদ, ঋত্বিক চট্টোপাধ্যায় ও গীত পুরি। ১টি করে উইকেট নেন মুকেশ কুমার ও অখিল। ম্যাচের সেরা হন ঋত্বিক।