বিশ্বকাপের ভরাডুবির পরে পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে সব থেকে বেশি সমালোচনা হচ্ছে তাদের দেশেই। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা বাবর আজমদের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছেন। কেউ𝕴 ক্যাপ্টেন বদলের দাবি তুলছেন তো আবার কেউ চাইছেন দলের ৫-৬ জন ক্রিকেটারকে বাদ দেওয়া হোক।
এমন পরিস্থিতিতে শোয়েব আখতার তোপ দাগলেন বাবর আজমের দিকে। আখতার সেই সঙ্গে এটাও জানতে চান যে, বাবর✅কে ক্যাপ্টেন করার ভাবনা কার মাথা থেকে বেরিয়েছিল। কেননা রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের দাবি, বাবর আজম কোনওভাবেই ক্যাপ্টেন হওয়ার যোগ্য নন। এমনকি বাবর যদি ম্যাচ ফিনিশ করতে না পারেন, তবে ওয়ান ডে ও টি-২০ থেকেও বাদ পড়বেন বলে দাবি করেন আখতার।
বাট স্পোর্টস টিভিত🐟ে আলোচনার সময় শোয়েব আখতার বলেন, ‘আমি জানতে চাই, বাবরকে শুরুতে কে ক্যাপ্টেন করেছিল? সেই আইনস্টাইনটা কে? সেই লোকটা কি আদৌ কাজের যোগ্য। ক্যাপ্টেন্সি সম্পর্কে তার কি আদৌ কোনও ধারণা আছে? আমি বরাবর বলে এসেছি, বাবর ক্যাপ্টেন্সি করার যোগ্য নয়।’
শোয়েব আরও বলেন, ‘এখন কী হবে? ও নিজেকে চার নম্বরে নামিয়ে আন✱বে। ওকে ম্যাচ ফিনিশ করে আসতে হবে। ওকে ম্যাচ জেতাতে হবে। যদি না পারে, তবে টি-২০ দলে ও জায়গা ধরে রাখতে পারবে না। আমি এখন থাকতেই বলে দিচ্ছি, যদি ম্যাচ ফিনিশ করতে না পারে, তাহলে ও ওয়ান ডে থেকেও বাদ পড়বে।’
উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট দল এবার টি-২০ বিশ্বকাপের এ-গ্রুপ থেকে সুপার এইটে যাওয়ার বিষয়ে অন্যতম ফেভারিট ছিল। তবে তারা আমেরিকা ও ভারতের কাছে ২টি গ্রুপ লি♚গের ম্যাচ হেরে বসে। বিশেষ করে আমেরিকার মতো দুর্বল দলের কাছে পরাজিত হওয়ার জন্যই গ্রুপ লিগ থেকে বিদায় নিতে হয় বাবর আজমদের। পাকিস্তান শেষমেশ কানাডা ও আয়ারল্যান্ডকে হারালেও ৪ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারেনি। ফলে সুপার এইটের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় তারা।
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ বাবর আজমের ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
গ্রুপ লিগের চারটি ম্যাচে ব্যাট করতে নেমে ৪০.৬৬ গড়ে সাকুল্যে ১২২ রান সংগ্রহ করেন বাবর আজম। একটিও হাফ-সেঞ্চুরি করতে পারেননি তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইন💮িংস ৪৪ রানের। বাবর ১২২ রান সংগ্রহ করতে ১২০টি বল খরচ করেন। যার অর্থ, তাঁর স্ট্রাইক-রেট ১০১.৬৬। চারটি ইনিংসে ব্যাট করে বাবর ৮টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।