শুভব্রত মুখার্জি:- বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা কিপার ব্যাটার ঋষভ পন্ত। ব্যাট হাতে মারকুটে স্বভাবের এই ব্যাটার তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ🦩 জয় এনে দিয়েছেন। এই মুহূর্তে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনি। ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার ফলে আহত হয়ে মাঠের বাইরে রয়েছেন তিনি। ২০২২ সালের সেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কোনও রকমে প্রাণে বাঁচেন ঋষভ পন্ত।এখন তিনি সম্পূর্ণ ফিট হয়ে ওঠার লড়াই চালাচ্ছেন। আশা করা হচ্ছে আসন্ন আইপিএল দিয়েই তিনি ২২ গজে ফিরবেন। দিল্লি ক্যাপিটালসকে আগামী আইপিএলে তিনিই নেতৃত্ব দেবেন এমনটাই আশা বিশেষজ্ঞদের।
এমন আবহেই এক অজানা কাহিনী শুনিয়েছেন তারকা কিপার ব্যাটার। তাঁর কেরিয়ারের প্রথম দিকে কিভাবে সমর্থকদের টিটকিরির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে তা জানিয়⛄েছেন তিনি। ঘটনায় এতটাই আঘাত পেতেন যে ঘরে ফিরেও রীতিমতো কাঁদতেন সেকথা জানাতেও ভোলেননি পন্ত!
প্রসঙ্গত, ভারতের ক্রিকেট ইতিহাসে সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনিও জ💦াতীয় দলে কিপার ব্যাটারের ভূমিকায় খেলতেন। জাতীয় দল থেকে তিনি অবসর নেওয়ার পরে সেই জায়গাতেই আসেন ঋষভ পন্ত। পরবর্তীতে তিনি নিজেকে ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পন্তের কেরিয়ারের প্রথমদিকে স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে ধোনির তুলনা করা হত। একটু ভুল ত্রুটি হলেই তাঁর উপর খড়൲গহস্ত হতেন সমর্থকরা। যা পন্তকে ভীষণ কষ্ট দিত।
ঘটনাচক্রে ধোনি এবং পন্তের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। বিভিন্ন সময়ে পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে দুই তারকাকে। ২০২২ সালের ৩০ ডিসেম্বর এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখ থে🔥কে ফিরে এসে যেন পন্ত নিজের দ্বিতীয় জীবন পেয়েছেন। সম্প্রতি এই বিষয়ে স্টার স্পোর্টসের এক শো 'বিলিভ এপিসোড ৩ টু ডেথ অ্যান্ড ব্যাক' নামক অনুষ্ঠানে পন্ত জানিয়েছেন তাঁর কেরিয়ারের শুরুর দিকে ধোনির সঙ্গে তুলনা করে তাঁকে সমর্থকদের যে টিটকিরি সহ্য করতে হয়েছে তাতে ভীষণ কষ্ট পেতেন তিনি।
তিনি বলেন, ‘আমি এই তুলনা (ধোনির সঙ্গে) করার বিষয়টা কেন আসত বুঝতে পারি না একেবারেই। একজন তরুণ দলে এসেছে মাত্র। তাঁর সঙ্গে কেন যে এমনটা করা হয় জানি না! আমার মতে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তরুণদের তুলনার কোনও মানে হয় না। কেউ ৫ ম্যাচ খেলেছে, আর কেউ সেখানে খেলেছে ♉৫০০ ম্যাচ । ওদের (মহেন্দ্র সিং ধোনিদের) লম্বা কেরিয়ার। সেখানেও ওঠাপড়া ছিল। বিষয়টা আমার খুব খারাপ লাগত। খুব কষ্ট পেতাম। আমি প্রায়ই ঘরে ফিরে কাঁদতাম। বারবার মনে হয় আমি ২০-২১ বছরের একজন তরুণ ছিলাম।ঠিক করে নিশ্বাস নিতেও কষ্ট হত। প্রচন্ড চাপ অনুভব করতাম সেই সময়ে ম্যাচে। আমার মনে পড়ে মোহালিতে একবার স্টাম্পিং মিস করেছিলাম। সবাই সেই সময় ধোনি, ধোনি স্লোগান দিয়েছিল।'
তিনি আরও বলেন, 'মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আমার সম্পর্ক কেমন, তা আলাদা করে বলে আমি বোঝাতে পারব না। একটা মানুষ এমন যার সঙ্গে যে কোনও বিষয় নিয়ে কথা বলা যায়, আলোচনা করা যায় আমার জন্য এমন মানুষ মহেন্দ্র সিং ধোনি। ওঁর থেকে অনেক কিছু শিখেছি। যে বিষয় নিয়ে কাউকে প্রশ্ন করতে পারি না,ౠ তা আমি ওঁর সঙ্গে আলোচনা করতে পারি।’ উল্লেখ্য ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় দলে অভিষেক হয়েছিল ঋষভ পন্তের। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়ে🔯ছিল টি-২০ ম্যাচে। ২০১৮ সালের ১৮ অগস্ট খেলেন কেরিয়ারের প্রথম টেস্ট। ২০১৮ সালেই ২১ অক্টোবর ওডিআইতে অভিষেক হয়েছিল তাঁর।