শুভব্রত মুখার্জি:- চলতি আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই রান বন্যার সাক্ষী থাকছেন দর্শকরা। ভারতের বিভিন্ন প্রান্তের উইকেটেই এবার উঠেছে ঝ🍒ুড়ি ঝুড়ি রান। প্রথম ইনিংসে ২০০, ২৫০ বা ২৮০'র উপর রান যেমন উঠেছে তেমনভাবে এই রান তাড়া করে বিপক্ষ দলও এই স্কোরের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দেখে বারবার এটাই মনে হয়েছে কোন স্কোর যেন নিরাপদ স্কোর নয়। এতদিন বড় বড় রান তাড়া করে দলগুলো কাছাকাছি পৌঁছালেও রান তাড়া করে জিততে পারছিল না। এ༒দিন সেই অসম্ভবকে সম্ভব করেছেন লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার মার্কাস স্টইনিস। করেছেন অনবদ্য এক শতরানও। আর দলকে ম্যাচ জিতিয়ে গড়ে ফেলেছেন নয়া নজিরও।
আরও পড়ুন… IPL 2024:🗹 বিদেশিদের ব্যর্থ⛄তা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব
কী নজির গড়েছেন মার্কাস স্টইনিস? আইপিএলের ইতিহাসে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে সর্বাধিক রান করার নজির গড়েছেন তিনি। আর মূলত অস্ট্রেলিয়ান অলরাউন্ꦍডারের দুরন্ত ইনিংসে ভর করেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অসম্ভবকে সম্ভব করেছে লখনউ সুপার জায়ান্টস। তাও আবার সিএসকের দূর্গ বলে পরিচিত চিপক স্টেডিয়ামেই এই অসম্ভবকে সম্ভব করেছেন মার্কাস স্টইনিস। সাধারণভাবে চিপকের ২২ গজ স্লো বাইশ গজ হিসেবে চিহ্নিত।এই উইকেটে বরাবর রাজত্ব করেন স্পিনাররা। তবে এবার উইকেটের চরিত্র যেন বদলে গিয়েছে চিপকেও উঠছে বড় বড় রান। আর সেই সুযোগকেই সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে বাজিমাত করেছেন মার্কাস স্টইনিꦯস।
আরও পড়ুন… IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখ𓆉ছে ট্র্যাভ♑িস হেডদের SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ
চলতি আইপিএলে সিএসকের হয়ে বেশ ভালো বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। তবে শেষ দুই ম্যাচে তাঁকে বর্নহীন মনে হয়েছে। আর এ দিনেও যেন🔴 সেই ধারা বজায় রেখেছেন তিনি। এদিন মাত্র ৩.৩ ওভারে দিয়েছেন ৫১ রান। এখানেই শেষ নয় প্রচন💟্ড মার খেয়েছেন মাহিশা পাথিরানাও। ফলে চেন্নাই বোলিংকে এদিনকে বেশ দিশেহারা দেখিয়েছে। যার পূর্ণ সদ্ব্যবহার করেছেন মার্কাস।
আরও পড়ুন… 𝕴IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের শেষ চারে যাওয়ার সম্ভাবনা ক্ষী🐲ণ, দেখে নিন এগিয়ে কারা
এদিন প্রথমে ব্যাট করে সিএসকে করে চার উইকেটে ২১০ রান। জবাবে চার উইকেট হারিয়েই ম্যাচে তিন বল বাকি থাকতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় লখনউ সুপার জায়ান্টস। মার্কাস স্টইনিস ৬৩ বল෴ে ১২৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাঁকে সঙ্গত দিয়ে ৩৫ রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। অন্যদিকে এদিন সিএসকের হয়ে অনবদ্য একটি শতরান করেছেন অধিনায়ক রুতুরাজ গা🐷য়কোয়াড়। তিনি ১০৮ রান করেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে মাত্র ২৭ বলে ৬৬ রান করেন শিবম দুবে। তবে দিনের শেষে এত বড় স্কোর করেও তাদের দেখতে হল হার।