জসপ্রীত বুমরাহ-র অসাধারণ পারফরমেন্সের পর তাকে কুর্নিশ জানালেন ভারতীয় দলে তার সতীর্থ মহম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বৃহস্পতিবার অসাধারণ বোলিং করেন বুমরাহ। একাই কার্যত গুড়িয়ে দেন আরসিবির ব্যাটিং লাইন আপ। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২১ রান দিয়েই তুলে নেন ৫ উইকেট। আইপিএলের মঞ্চে এত কম ইকোনমিতে পাঁচ উইকেট নেওয়া বিরল। আবার শিকারের তালিকায় রয়েছে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসির নাম। এছাড়া যে বলে মহিপাল লোমরোরকে আউট করেছিলেন, ওরাম ইয়র্কারে বিশ্বের যে কোনো ব্যাটারই আউট হতে পারꦺেন। এহেন বুমরাহর আগ♋ুনে স্পেলের পর তাকে সম্মান জানাতে গিয়ে তার কাছে মাথা নোয়ালেন সিরাজ।
আরও পড়꧃ুন-T20বিশ্বকাপের স্কোয়াডে সঞ্জুকে চাইছেন লারা,স্𓂃যামসনকে দিয়ে ওপেন করানোর দাবি আম্বাতির
দুই ক্রিকেটার বর্তমানে খেলেন ভারতীয় দলে। বরাবরই কঠিন পরিস্থিতিতে দাদার😼 মতোই সিরাজকে উপদেশ দিয়ে থাকেন বুমরাহ। সামনে টি২০ বিশ্বকাপ আসছে, তার আগে মুম্বইয়ের পেসারের ফর্মের মধ্যে থাকাটা কতটা জরুরি সেটা জানেন সকলেই। আরসিবি এবং মুম্বই, দুই দলেই রয়েছে জাতীয় দলের একাধিক ক্রিকেটার। মুম্বইয়ের জার্সিতে বুমরাহ, রোহিত, সুর্যকুমার যাদব ফর্মে ফিরেছেন। তবে আরসিবির জার্সিতে বিরাট কোহলি রানের মধ্যে থাকলেও সিরাজের সময়টা ভালো যাচ্ছে না। নিজেও রান দিয়ে ফেলছেন, আর দলের বাকি বোলাররা নূন্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারছে না।
আরও পড়ুন-কোচ,ক্যাপ্টেনকে না জানিয়ে ব্যাট করতে ꦓনেমে যেতেন ধোনি,বিস্ফোরক অভিযোগ অজির
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বুমরাহ-র পাঁচ জন শিকার হলেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, মহিপাল লোমরোর, সৌরভ চৌহান এবং ভি বিজয় কুমার। এবারের আইপিএলে বোলিং ওপেন করতে দেখা যাচ্ছে না তাকে। বরং পাওয়ার প্লের পরের দিকে বা মিডল অর্ডারে এক - দুই ওভার করছেন, বাকি রাখা থাকছে ডেথ ওভারের জন্য। আরসিবির বিপক্ষে ১৭তম ওভারে দিয়েছেন মাত্র ৫ রান। ১৯তম ওভারে দিয়েছেন ৯ রান। যেখানে ১৬তম ওভারে ১৯ এবং ২০তম ওভারে ১৯ রান দিয়েছেন আকাশ মাধওয়া൩ল। আরেক বিদেশী বোলার༺, জেরাল্ড কোয়েটজি ১৮ তম ওভারে দিয়েছেন ১৪ রান। এই পরিসংখ্যানই যথেষ্ট বোঝার জন্য, বিরাটদের বিপক্ষে ঠিক কি ইনটেনসিটি দিয়ে বোলিং করেছেন বুমরাহ।
আরও পড়ুন-‘ওরা তো সব ২৫-৩০ রানের প্লেয়ার’,বিরাটের পাশ♒ে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন নির্বাচকের
পরিসংখ্যান বলছে এবারের আইপিএল যথেষ্ট হাইস্কোরিং হচ্ছে। মুম্বই ইন্ডিয়ানস নিজেদের প্রথম তিনটি ম্যাচেই হেরে শু꧂রু করেছিল। যেখানে দলের বাকিরা সেই অর্থে ব্যর্থ, সেখানে বুমরাহ এবারের আইপিএলে ১২০ টি বল করে দিয়েছেন মাত্র ১১৯ রান, অর্থাৎ ইকোনম♛ি ৬- এর কম। আর নিয়ে ফেলেছেন ১০ উইকেট। যার ফলে পার্পেল ক্যাপ হোল্ডার এখন এই পেসারই।