‘এ’ দলের ভারত-পাকিস্তান মহারণের সময় ঝামেলায় জড়িয়ে পড়লেন অভিষেক শর্মা এবং সুফিয়ান মুকিম। শনিবার এমার্জিং টিমস এশিয়া কাপে (টি-টোয়েন্টি) ভারত এবং পাকি🐬স্তান ম্যাচের ৬.১ ওভারে সেই ঘটনা ঘটেছে। পাওয়ার প্লে'র শেষ ওভারে প্রথম চারটি বলে দুটি চার এবং দুটি ছক্কা মারেন। আর পরের ওভারে বল করতে এসেই ভারতীয় ওপেনারকে আউট করেন সুফিয়ান। একেবারে আহামরি বল করে যে আউট করেন, তা নয়। বরং অভিষেক মারতে গিয়ে আউট হয়ে যান। আর অভিষেক আউট হওয়ার পরেই তাঁকে লক্ষ্য করে আগ্রাসী ইঙ্গিত করেন পাকিস্তানি বোলার। আঙুল দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন অভিষেককে। কিছু সম্ভবত বলছিলেন। তাতেই চটে যান অভিষেক। একেবারে আগ্রাসী ভঙ্গিমায় জবাব দেন। ততক্ষণে আম্পায়ার চলে আসেন। অপর ওপেনার প্রভসিমরন সিংও ব্যাপারটাকে হালকা করে দেন। তারপর চলে যান অভিষেক। তাঁর হাবভাব দেখে মনে হচ্ছিল যে কোনও গালিগালাজ করেছিলেন পাকিস্তানের ‘এ’ দলের বোলার।
কথার লড়াইয়ে ভারত ও পাকিস্তান ফ্যানরা
আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়ো ভারত এবং পাকিস্তানের সমর্থকদের মধ্যেও লড়াই শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সমর্থকদের বক্তব্য, ষষ্ঠ ওভারে অভিষেক যে পিটি💖য়েছিলেন, সেটার জন্যই ওরকম আগ্রাসী আচরণ করেছেন পাকিস্তানি বোলার। আর তারপর তাঁর দিকে একেবারে আগুন চাউনি দেন অভিষেক।
অন্যদিকে পাকিস্তানি সমর্থকদের বক্তব্য, সুফিয়ান দেখালেন যে তিনি আইপিএলের বোলার নন। যদিও ওই পাকিস্তানের বোলারদের পিটিয়ে🀅ই ২২ বলে ৩৫ রান করেন অভিষেক। স্ট্রাইক রেট ছিল ১৫৯.০৯। মারেন পাঁচটি চার। সঙ্গে দুটি ছক্কাও হাঁকান। আর শেষ হাসিটাও হাসেন অভিষেক। কারণ পাকিস্তান ‘এ’ দলকে সাত রানে হারিয়ে এমার্জিং টিমস এশিয়া কাপ (টি-টোয়েন্টি) শুরু করেছে ইন্ডিয়া ‘এ’।
আরও পড়ুন: IND vs PAK Emerg♎ing Asia Cup Highlightജs: পাকিস্তানকে ৭ রানে হারাল ভারত ‘এ’ দল
অভিষেক-প্রভসিমরনের দুর্দান্ত ব্যাটিং
শনিবার ওমান𝄹ের মাসকাটে ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৮৩ রান তোলে টিম ইন্ডিয়া। সর্বোচ্চ ৩৫ বলে ৪৪ রান করেন অধিনায়ক তিলক বর্মা। ১৯ বলে ৩৬ রান করেন প্রভসিমরন। অভিষেক ২২ রান করেন। ২৫ রান করেন নেহাল ওয়াধেরা। ১৬ রান করেন রামনদীপ সিং। মাঝে একটা সময় টানা ২৫ বল কোনও বাউন্ডারি মারতে পারেনি ভারত। সেটা পারলে ২০০ রান টপকে যেতে পারত।
৭ রানে হার পাকিস্তানের
সেই রান তাড়া করতে নেমে ১৭৬ রানে🌸ই থমকে যায় পাকিস্তান ‘এ’। একটা সময় অবশ্য মনে হয়েছিল যে পাকিস্তান সহজেই জিতে যাবে। কিন্তু শেষ তিনটি ওভার ভালো করায় ভারত জিতে গিয়েছে। ভারতের হয়ে তিনটি উইকেট নেন অংশুল কম্বোজ। দুটি করে উইকেট পান রাসিখ সালাম এবং নিশান্ত সিন্ধু।