রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার বিষয়টি কিছুতেই হজম করতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকেরা। ওয়াংখেড়েতে মুম্বইয়ের ম্যাচে এমআই ভক্তরা এসে দলের জন্য গলা ফাটালেও, হার্দিককে তীব্র ভাবে কটাক্ষ করছেন। গোটা ওয়াংখেড়েই বর্তমান এমআই অধিনায়কের বিপক্ষে সরব হচ্ছে। আর সেই বিষয়টি মানতে পারলেন না বিরাট কোহলিও। এর আগে অনღেকেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। সেই তালিকায় এবার যোগ হল কোহলির নামও।
হার্দিকের বিরুদ্ধে ফের সরব ওয়াংখেড়ে
বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি ছিল ওয়াংখেড়েতে স্টেডিয়ামে। আর এই ম্যাচ চলাকালীন হার্দিকের বিরুদ্ধে যখন আওয়াজ তুলেছেন ওয়াংখেড়েতে উপস্থিত এমআই ভক্তরা, তখন সেই ঘটনার তীব্র প্রতিবাদ করেন কোহলি। তিনি হার্দিককে নিয়ে এমন আচরণ বন্ধ ꦑকরার জন্য ওয়াংখেড়েতে উপস্থিত সমর্থকদের অনুরোধও জানান।
আরও পড়ুন: যুজিক�ꦅ�ে সরিয়ে বেগুনি টুপির লড়াইয়ে শীর্ষে উঠলেন বুমরাহ, অরেঞ্জ ক্যাপ থাকল কোহলিরই
ম্যাচের দ্বিতীয় ইনিংসে তখন ব্যাট করছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা আউট হওয়ার পর যখন, হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নামছিলেন, সেই সময়ে তাঁকে ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মꦑুম্বইয়ের সমর্থকেরা। তবে নেমেই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ওয়াংখেড়েকে যোগ্য জবাব দেন হার্দিক।
আরও পড়ুন: আম্পায়ার🍬ের বারবার সিদ্ধꦡান্ত বদলে রাগে ফেটে পড়লেন শান্ত স্বভাবের শুভমন- ভিডিয়ো
কোহলির অনুরোধ
এই ম্যাচের পরে কয়েকটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গিয়েছে, কোহলি যখন বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন, সেই সময়ে তাঁকে কিছু ইঙ্গিত করতে এবং গ্যালারির সমর্থকদের উদ্দেশ্য কিছু বলতে। জানা যায়, কোহলি তখন ওয়াংখেড়েতে উপস্থিত এমআই ভক্তদের হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে না গিয়ে তাঁকে সমর্থন করার 🧸জন্য অনুরোধ করেছিলেন। মনে করিয়ে দেন যে, রোহিতের মতো হার্দিকও ভারতেরই প্লেয়ার।
এটি প্রথম বার নয় যে, কোহলি 💃এমন অনুরোধ করেছেন সমর্থকদের উদ্দেশ্যে। তিনি ২০১৯ বিশ্বকাপের সময়েও ওভালে স্টিভ স্মিথের জন্য এমনটাই করেছিলেন। কোহলি তখন বলেছিলেন, ‘এখানওে অনেক ভারতীয় ভক্ত রয়েছে। তাই আমি চাইনি যে, তারা একটি খারাপ উদাহরণ স্থাপন করুক।’
আরও পড়ুন: আমি হটি, আমি নটি, আমি সিক্সটি- রবি শাস্ত্রীর🃏 হট লুকে ঝড় উঠলജ নেটপাড়ায়
টানা দুই ম্যাচে জয় মুম্বইয়ের
এদিকে হারের হ্যাটট্রিকের ধাক্কা সামলে পরপর দু'ম্যাচে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এ বার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাল তারা। প্রথমে ব্যাট করে ১৯৬ রান করেছিল বেঙ্গালুরু। কিন্তু সেই রান করেও মুম্বইকে আটকাতে পারেনি আরসিবি। ইশান কিষান, সূর্যকুমার যাদবদের ব্যাটে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় মুম্বই। আর এই জয়ের হাত ধরেই বড় অক্সিজেন পেল হার্দিক পান্ডিয়ার দল। অন্য দিকে ছ'ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে চাপ আরও বাড়ল🤪 কোহলিদের উপর।