আগামী ৭ মার্চ থেকে শুরু ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ। যা অনুষ্ঠিত হবে হিমাচল প্রদেশের ধরমশালায়। ইতিমধ্যেই, 𒐪সিরিজ নিজেদের ঝুলিতে তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ফলাফল ৩-১। তবে সিরিজ হাতছাড়া হলেও শেষটা ভালোভাবেই করতে চাইবে বেন স্টোক্স ও তাঁর বাহিনী। পাশাপাশি ভারতীয় দলও চাইবে জয় দিয়ে সিরিজ শেষ করতে। সুতরাং ম্যাচ যে হাড্ড༺াহাড্ডি হবে তা স্পষ্ট।
তবে ধরমশালা টেস্টের আগে একটি বড় মন্তব্য করে ♔বসলেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার মাইকেল ভন। ক্লাব প্রেরি ফায়ারের ইউটিউব চ্যানেলে তিনি দলের তরꦆুণ স্পিনার শোয়েব বাসিরকে নতুন অশ্বিন বলে তকমা দিলেন। এখানেই শেষ নয়, প্রাক্তন ইংলিশ তারকা আরও দাবি করলেন যে দল একটা নতুন তারকাকে খুঁজে পেয়েছে স্পিনার শোয়েব বাসিরের মধ্যে।
মাইকেল ভন বলেন, 'এই সপ্তাহটা খুবই দুর্দান্ত গিয়েছে ইংল্যান্ড ক্রিকেটের জন্য। তার কারণ আমরা খুঁজে প﷽েয়েছি একটি নতুন তারকা শোয়েব বাসিরের মধ্যে। ওই জিনিসটারই উদযাপন করছি আমরা। নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ও আট উইকেট নিয়েছে। এটা বলতে বাধ্য হচ্ছি যে শোয়েব হচ্ছে নতুন অশ্বিন। এই জিনিসটা আমরা ওর মধ্যে খুঁজে পেয়েছি। তাই ইংল্যান্ড ক্রিকেট ওকে পেয়ে আনন্দে উদযাপন করছে।'
এরপরই আসন্ন টেস্ট ম্যাচ নিয়ে মুখ খোলেন প্রাক্তন ইংলিশ তারকা। মাইকেল ভন বলেন, 'আমি আশা করছি সিরিজের অন্তিম টেস্ট ম্যাচ নতুনভাবে খেলবে ইংল্যান্ড🌸 এবং ওরাই জিতবে। অ্যাশেজের মতো এই সিরিজেও ওদেরকে শক্তিশালী দেখিয়েছে। আপনি যদি প্রতিটি সেশন অনুযায়ী 𒆙দেখেন, তাহলে ইংল্যান্ড ভারতের চেয়ে অনেক ভালো পারফর্ম করেছে। তবে দুঃখের বিষয় আমরা এখন আর আগের মতো জেতার জন্য সিরিজ খেলি না।'
উল্লেখ্য, চতুর্থ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৩ রানে। শতরান করেন জো রুট এবং অর্ধশতরান করেন ওলি রবিনসন। জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩০৭ রানে। সর্বোচ্চ ৯০ রান করেন ধ্রুব জুরেল। এছাড়া যশস্বী জসওয়াল করেন ৭৩। এরপর ব্যাট করতে নেমে টিম ইনꦺ্ডিয়ার স্পিন বোলিংয়ের সামনে রীতিমতো মাথানত করে দেয় ইংল্যান্ড। ১৪৫ রানে অলআউট হয়ে যায় সকলে। পাঁচটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ১৯২ রান তাড়া করা একেবারেই সহজ হয় না রোহিত শর্মাদের জন্য। প্রয়োজনীয় রান তুলতে গিয়ে হারাতে হয় পাঁচটি উইকেট। অর্ধশতরান করেন রোহিত শর্মা ও শুভমন গিল। ম্যাচের সেরা হন ধ্রুব জুরেল।