চলতি সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে ভারত অস্ট্রেলিয়া বহুকাঙ্খিত টেস্ট সিরিজ। টিম ইন্ডিয়া যেখানে বেশ চাপেই পড়তে চলেছে প্রথম ম্যাচে। কারণ এখনও অস্ট্রেলিয়ান উইকেটে ভারতীয় ব্যাটাররা সেভাবেও মানিয়ে নিতে পারেননি। চেষ্টা করছেন মানিয়ে নিত𓆏ে⭕। তবে বাউন্সি পিস, সঙ্গে বলের গতি আর সুইংয়ে খুবই সমস্যায় পড়ছেন সরফরাজ খানরা। এরই মধ্যে শুভমন গিল চোটের জন্য ছিটকে গেছেন।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছ𝓀ন্দে ꦅবিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
কয়েকদিন আগে বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা করেছিলেন অস্ট্রেলিয়ার তারকা রিকি পন্টিং। সাম্প্রতিক টেস্ট পারফরমেন্সের নিরিখে বিরাটের দলে থাকাও উচিত নয় বলে তোপ দেগেছিলেন তিনি। এরই মধ্যে বিরাটের পাশে দাঁড়িয়ে রিকির উদ্দেশ্যে গৌতম গম্ভীর পাল্টা বলেছিলে𝓡ন,রিকির নিজের দল নিয়ে ভাবা উচিত। এবার মুখ খুলেন আরেক তারকা।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়🤪ক মাইকেল ভন গৌতম গম্ভীরের মতামতের𝔍 সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমার গৌতম গম্ভীরকে খুব ভালো লাগে, কারণ ও বেশ মুখোরোচক আছে। আমার মনে হয় ও যেরকম নেতৃত্বদানের পজিশনে আছে, তাতে ওকে শিখতে হবে, এই বিষয়গুলো আরও ভালো করে হ্যান্ডেল করা। সব কথা কান নিলে চলবে না ’।
আরও পড়ুন- পুত্র সন্তানে🐻র মা হলেন রিতিকা! রোহিতের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
ভন আরও বলছেন, ‘আমার মনে হয় ও যেটা বলেছে, রিকির নিজের দলের হয়ে কথা বলা উচিত সেটা ঠিক নয়। কারণ এমন কোনও ব্যাপার নেই যে অন্য দলের হয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা মত পোষণ করতে পারবেন নাജ। কারণ হেডেন তো বোধহয় নিজের জীবনের অর্ধেক সময়ই ইন্ডিয়ায় কাটিয়ে ফেলেছে। আমাকেও তাহলে এবার ম্যাঞ্চ🐻েস্টার ফিরে যেতে হবে ’।
আরও পড়ুন- IPL 💙নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
ভারতীয় দল হারবে বেশ কয়েকটা টেস্ট ম্যাচে, সেটা আগেই বল🐬ে দিচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক। সঙ্গে এও বলছেন, টিম ইন্ডিয়ার নেতিবাচক পারফরমেন্সের সময় গৌতম গম্ভীর কিভাবে দলকে সামলে নেন, সেদিকেই নজর থাকবে সকলের। মাইকেল বলেই দিচ্ছেন, আগামী কয়েকটা সপ্তাহ খুবই কঠিন হবে ভারতের। প্রসঙ্গত এবারে পূজারা, রাহানের পর প্রপার টেস্ট প্লেয়ারও দলে নেই। আর ভারতীয় দলের যুব ক্রিকেটাররা অত্যন্ত ফাস্ট ক্রিকেট খেলে, যেটাও চিন্তার। অর্থাৎ দলের প্রয়োজনে যে ১০০ বলে ২৮ বা ৩০ রানের টেস্টের মতো ইনিংস, সেটা সাম্প্রতিক সময় দেখাই যায়নি ভারতের থেকে।