ওয়াংখেড়ের গ্যালারিতে ছিলেন স্ত্রী অ্যালিসা হিলি। আর তাঁর সামনে দুর্দান্ত পারফরম্যান্স করলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা মিচেল স্টার্ক। ৩.৫ ওভারে ৩৩ রান দিয়ে চার উইকেট নিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার। যা এবারের আইপিএলে ২৪.৫ কোটি টাকার পেসারের সেরা বোলিং ফিগার। শুধু তাই নয়, শুক্রবার কিছুটা সেই স্টার্কেরও দেখা মিলেছে, যিনি বিপক্ষকে ধসিয়ে দিতে পারেন। আর তা দেখে হিলিকে ‘লাকি চার্ম’ বলতে শুরু করে দিয়েছ꧟েন কেকেআর সমর্থকরা। তাঁরা বলছেন যে হিলি যেন রোজ মাঠে আসেন। হিলিকে আবার স্টার্কের ‘লেডি লাক’-ও বলেছ🍌েন অনেকে।
ট্রেডমার্ক স্টার্কের ঝলক
যদিও শুক্রবার ওয়াংখেড়েতে স্টার্কের বোলিংয়ের সূচনাটা খুব একটা আহামরি হয়নি। দ্বিতীয় বলে চার এবং তৃতীয় বলে ছক্কা হজম করেন। ছক্কার সময় গ্যালারিতে হিলির হতাশাজনক মুখটাও ধরা পড়ে। কিন্তু তৃতীয় বলেই একেবারে ট্রেডমার্ক স্টার্ককে দেখা যায়। ঘণ্টায় তাঁর ১৪২ কিলোমিটারের বলটার খেই খুঁজে পাননি ইশান কিষান। পুরো ছিটকে যায় স্টাম্প। স্টার্কের বলটা ওয়াংখেড়𝓰ে স্টেডিয়ামে ছিল, আর ইশানের ব্যাটটা ছিল বান্দ্রায়।
আর ট্রেডমার্ক স্টার্কের সেই ঝলক মুম্বইয়ের ইনিংসের ১৯ তম ওভারে আরও মারাত্মকভাবে দেখা যায়। বিপক্ষের হাতে শেষ কয়েকটি উইকেট পড়ে আছে, আর সেইসময় স্টার্ক এসে যে সবকিছু ধ্বংস করে দেবেন- সেটাই তো ববারর হয়ে এসেছে। শুক্রবার ওয়াংখেড়েতেও তাই হয়েছে। প্রথম বলে ছক্কা খেলেও দ্বিতীয় বলে টিম ডেভিডকে আউট করেন। পরের বলেই পীযূষ চꦕাওলাকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দেন। আর পঞ্চম বলে তো একেবারে পারফেক্ট ইয়র্কারে মিডল স্টাম্প গুঁড়িয়ে দিয়ে কেকেআরের জয় নিশ্চিত করেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া
স্টার্কের সেই পারফরম্যান্সের মধ্যেই অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার হিলিকে ‘লাকি চার্ম’ বলতে থাকেন কেকেআর ফ্যান এবং নেটিজেনদের একাংশ। যিনি কেকেআরের জার্সি পরেই মাঠে বসেছিলেন। আর তা দেখে এক নেটিজেন বলেন, 'অসংখ্য ধন্যবাদ অ্যালিসা হিলি। আপনি রোজ-রোজ মাঠে আ🌱সুন কুইন।' অপর এক নেটিজেন বলেন, ‘আপনি 🎶প্রতি ম্যাচে মাঠে আসুন।’
এক নেটিজেন আবার বলেন, 'যখন স্বামী মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচটা জিতিয়ে দিলেন, তখন অ্যালিসা হিলির আনন্দটা দেখুন। কেকেআরের এক সমর্থক উচ্ছ্বাসে ভেসে গিয়ে বলেন, 'ইয়েস, ইয়েস! গত ১০ꦍ বছরে কেকেআরের সেরা জয়। স্টার্ক আপনি অসাধারণ। লাকি চার্ম হয়ে ওঠার জন্য আপনাকে ধন্যবাদ।'
আরও পড়ুন: I♒PL 2024: KKR কাছে হেরে হতাশা চেপে রাখতে পারলেন না হার্দিক, জানালেন কাদের দোষে হারল 𓆉MI