সব ম্যাচে জিতেছে। পয়েন্ট তালিকায় গ্রুপ ‘বি’-তে শীর্ষস্থান দখল করেছে। তারপরও দ্বিতীয় বাছাই (বি২) হয়ে সুপার এইটে উঠতে হয়েছে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আইসিসি ঠিক করে দিয়েছিল যে অস্ট্রেলিয়া গ্রুপের যেখানেই শেষ করুক না কেন, ‘বি২’ হিসেবেই সুপার এইটে উঠবে। আর গ্রুপ ‘বি’ থেকে ইংল্যান্ড উঠলে প্রথম বা🐓ছাই হিসেবে খেলবে সুপার এইটে। সেই কারণেই গ্রুপে দ্বিতীয় হয়েও সুপার এইটে ‘বি১’ বাছাইয়ের তকম♛া পেয়েছে ইংল্যান্ড। আর সেই বিষয়টি নিয়ে কিছুটা উষ্মাপ্রকাশ করলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার তারকা পেসার বলেন, ‘প্রি-সিডিং বা পূর্ব-নির্ধারিত বাছাইয়ের (অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেমন বি২, ভারতের ক্ষেত্রে যেমন এ১) বিষয়টি নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে বলে আমার মনে হয়। আমার ঠিক নিশ্চিত নই যে আমি সেই প্রি-সিডিংয়ের বিষয়টির ভক্ত কিনা।’
আর সেই প্রি-সিডিংয়ের জাঁতাকলে সুপার এইট পর্যায়ে ভারতের বিরুদ্ধে খেলতে হবে অস🌳্ট্রেলিয়াকে। নাহলে সুপার এইটের ‘গ্রুপ ২’-তে থাকতেন অজিরা। তবে শুধু অস্ট্রেলিয়া নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ভারত-সহ আটটি দলের সিডিংয়ের বিষয়টি নির্ধারণ করে দিয়েছিল আইসিসি। অর্থাৎ ওই দলগুলি সুপার এইটে উঠলে কোন গ্রুপে পড়বে, সেটা আগেভাগেই নির্ধ🦩ারণ করে দেওয়া হয়েছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সিডিং
১) এ১: ভারত (সুপার এইটে উঠেছে)।
২) এ২: পাকিস্তান (ছিটকে গিয়েছে)।
৩) বি১: ইংল্যান্ড (সুপার এইটে উঠেছে)।
৪) বি২: অস্ট্রেলিয়া (সুপার এইটে উঠেছে)।
৫) সি১: নিউজিল্যান্ড (ছিটকে গিয়েছে)।
৬) সি২: ওয়েস্ট ইন্ডিজ (সুপার এইটে উঠেছে)।
৭) ডি১: দক্ষিণ আফ্রিকা (সুপার এইটে উঠেছে)।
৮) ডি২: শ্রীলঙ্কা (ছিটকে গিয়েছে)।
সুপার এইটের গ্রুপ বিন্যাস
১) গ্রুপ ১: এ১, বি২, সি১ এবং ডি২। অর্থাৎ গ্রুপ ‘১’-তে আছে ভারত, অস্ট্রেলি꧋য়া, আফগানিস্ত🔯ান এবং বাংলাদেশ।
২) গ্রুﷺপ ২: এ২, বি১, সি২ এবং ডি১। অর🎃্থাৎ গ্রুপ ‘২’-তে আমেরিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: IPL - দুর্বল অভিষেক, মায়াঙ্কের বিরুদ্ধে ফ্লাইং কিস,বিরাটের বেলায় দম শেষ! জবাব দিলে♌ন রানা
সুপার এইটের 'গ্রুপ ১'-র সূচি
১) ভারত ব🐠নাম আফগানিস্তান, ২০ জুন, রাত আটটা।
২) অস্ট্রেলিয়া বনা🍷ম বাংলা🌌দেশ, ২১ জুন, সকাল ছ'টা।
৩) ভারত বনাম বাংলাদেশ, ২২ জুন, রাত আটটা।
৪) আফগানিস্তান বনাম অস্ট্রেল🐠িয়া, ২৩ জুন, সকাল ছ'টা।&nbs꧟p;
৫) অস্ট্রেলিয়া🔯 বনাম ভারত, 🌄২৪ জুন, রাত আটটা।
৬) আফগানিস্তান বনাম বাংলাদে🅷শ, ২৫ জুন, সকাল ৬ টা।