বহুদিন পর ঘরের মাঠে টেস্টে জিতেছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের মতো শক্ত গাঁটের বিরুদ্ধেই ১৫২ রানে জিতেছে বাবর আজমহীন পাক দল। এই ম♔্যাচের আগে পাকিস্তান দলকে কার্যত ঢেলে সাজিয়ে ছিলেন নির্বাচকরা। একাধিক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল পাকিস্তান বোর্ডকে, যা নিয়ে বিস্তর চর্চাও হয়েছে। কিছুক্ষেত্রে সমালোচনাও হয়েছে বটে।
আরও পড়ুন-এক হাতে ক্যাচ নিয়ে পাকিস্তানের সেট ব্যাটারকে ফেরালেন নাইট তারকা! জিতল ইন্ডি🔯য়া এ…
একসঙ্গে বাদ পড়েন তিন তারকা ক্রিকেটার-
তবে সাফল্য আশায় আর বেশি কিছু বলার সুযোগ নেই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। মুলতানসহ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ দুই টেস্টের জ🎃ন্য যখন পাকিস্তান দল ঘোষণা করা হয়েছিল, দেখা গেছিল সেখানে নাম নেই শাহিন আফ্রিদি,বাবর আজম, নাসিম শাহের মতোই দলের তারকা মুখদের। এরপরই গুঞ্জন ছড়ায়, তাঁদের ছাঁটাই করেছে পিসিবি।
আরও পড়ুন-ISL ডার্বিতে গোল দুই অজি তারকার… মরশুমের প্রথম ডার্বিতে ২-০ জয় মোহনব💮াগানের…
বাবরের দল থেকে বাদ পড়ার কারণ-
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা, নির্বাচক এবং কোচিং স্টাফরা সকলেই জানিয়েছিলেন বা🔯বর আজমদেরকে দল থেকে বাদ দেওয়া হয়নি। তাঁদের মানসিক বিশ্রাম দরকার। আর খারাপ সময় থেকে বেরিয়ে আসার জন্য পরিবারের সঙ্গেও সময় কাটানোর জন্য তাঁদের ছুটি দেওয়া হয়েছে। কারণ টানা খারাপ পারফরম༒েন্স করতে থাকলে, মনোবলেও ঘাটতি হবে।
আরও পড়ুন-‘খোঁড়াতে খোঁড়াতে ২ রান নেবে, 🐽তাই আটকেছি’! পন্তকে নিয়ে সরল স্বীকা🎶রোক্তি সরফরাজের…
বাবর আজমের পাশে মহম্মদ আমির-
মুলতানের মাটিতে ইংল্যান্ডকে ১৫২ রানে 🍸পাকিস্তান হারিয়েছে, তাও মাত্র সাড়ে তিনদিনেই। এরপর থেকেই সদ্য প্রাক্তন হওয়া পাকিস্তান অধিনায়ক বাবর আজমের দিকে উড়ে এসেছে একাধিক নেতিবাচক মন্তব্য। কেউ বলছেন বাবর আজমই অপয়া ছিলেন। আবার কারোর দাবি, বাবর ছিলেন না বলেই দল এতদিন পর ম্যাচ জিতেছে। কোনও সমর্থক আবার দাবি করেছিলেন, আদতে নামি মুখকে এতদিন দলে সুযোগ দিতে গিয়েই পাকিস্তানকে ব্যর্থতার শিকার হতে হয়েছে। এরই মধ্যে অবশ্য পাকিস্তানের প্রাক্তন সিমিত ওভারের অধিনায়ক বাবর আজমের পাশে দাঁড়িয়েছেন আরেক তারকা পেসার মহম্মদ আমির।
আরও পড়ুন-🥂চাপের প্রেসার কুকারে👍র মধ্যেই বেঙ্গালুরুতে সরফরাজ শো! চাপা টেনশনেই খেলা উপভোগ সমর্থকদের…
বাবরকে নিয়ে জঘন্য মন্তব্য করবেন না-
বাঁহাতি এই পেসার বলছেন, ‘বন্ধুরা প্লিজ তোমরা এই জঘন্য ভাবনা চিন্তা করো না, যে বাবর ছিল না বলেই এই টেস্টে পাকিস্তান জিতেছে। আমরা ভালো প্ল্যান করে এই ম্যাচে খেলেছি, হোম অ্যাডভান্টেজ⛦ কাজে লাগিয়েছি তাই জিতেছি। আমার অনুরোধ কেউ ব্যক্তিগত আক্রমণ করবেন না বাবরকে। পারফরমেন্স নিয়ে কথা বলতে পারেন, কিন্তু ব্যক্তিগত হবেন না দয়া করে ’। প্রসঙ্গত ২৪ অক্টোবর থেক💜ে রাওয়ালপিন্ডিতে শুরু তৃতীয় টেস্ট ম্যাচ।