বেঙ♐্গালুরু টেস্টে ভারতীয় ক্রিকেট দল যতই চাপের মধ্যে থাকুক না কেন, ব্যাট হাতে সরফরাজ খানের পারফরমেন্স সকলেরই নজর কেড়েছে। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে বেশ ভালোই লড়াই দিয়েছে। যশস্বী জয়সওয়াল শুরুটা ভালোই করেছিলেন, যদিও বড় রান পাননি তিনি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দুই সিনিয়র ক্রিকেটারই অর্ধশতরান করেন দ্বিতীয় ইনিংܫসে।
এরপর ভারতীয় দলের ব্যাটিংয়ের সমস্ত দায়✱ভারই এসে পড়েছিল সরফরাজ খান এবং ঋষভ পন্তের ওপর। আর এই দুই ক্রিকেটারই নজর কাড়লেন ব্যাট হাতে। ডানহাতি সরফরাজ করলেন ১৫০ রান। ঝকঝকে ইনিংসে কিউয়ি বোলারদেꦯর শাসন করলেন উত্তর প্রদেশ থেকে উঠে আসা এই ক্রিকেটার। মারেন ১৮টি চার এবং তিনটি ওভারবাউন্ডারি।
আরও পড়ুন-ভারতীয় দলের ফেরার রাস্তা খুলছে জেদি ই🍰শানের! আপাতত ইন্ডিয়া এ-তে! দলে বাংলার ৩ ক্রিকেটারও…
সরফরাজ খানকে যোগ্য সংগত দেন আরেক তারকা ক্রিকেটার ঋষভ পন্ত। তিনি নয়টি চার এবং পাঁচটি ছয় মেরে করেন ৯৯ রান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবেই এরপর প্লেডাউন হয়ে যান পন্ত। আরඣ তাতেই চাপে পড়ে যায় ভারত। এরপর টিম ইন্ডিয়ার কেউই আর বড় রান পায়নি, ফলে বেঙ্গালুরুর জয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে নিউজিল্যান্ড দল। তাঁদের টার্গেট মাত্র ১০৭ রান।
আরও পড়ু🐼ন-কিউয়িদের অভিজ্ঞতম বোলারকে ১০৭ মিটারের ছয় পন্তের! দেখে মাথা ঘুরে গেল ফিলিপসের…
বেঙ্গালুরুতে ♎তৃতীয় এবং চতুর্থ দিনে যারা চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা দেখলেন, তাঁদের পুরো পয়সা উসুল হয়ে গেল বলা যায়। কারণ তৃতীয় দিনে টিম ইন্ডিয়ার বোলারদের ভালো পারফরমেন্সের সঙ্গে ছিল বিরাট, রোহিতের অর্ধশতরান। আর চতুর্থ দিনে তাঁরা দেখলেন পন্ত, সরফরাজের ব্যাটিং শো। যা দেখে মাঠে উপস্থিত ক্রিকেটভক্তরা জানালেন তাঁদের এই ম্যাচে অভিজ্ঞতার কথা। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিয়োই শেয়ার করা হয়।
আরও পড়ুন-ঘরের মাঠে🌳 ফের ব্যর্থ KཧL রাহুল! উঠল বাদ দেওয়ার দাবি! প্রথম টেস্টে হারের মুখে ভারত!
১৫ বছর বয়সী এক স্কুল পড়ুয়া এসেছিলেন চিন্নাস্বামীতে খেলা দে💫খতে। সে বললেন, ‘ভারতীয় দলের যেরকম ব্যাটিং হয়েছিল প্রথম ইনিংসে, সেখান থেকে দ্বিতীয় ইনিংসে যে টিম কামব্যাক করেছে, এটা খুবই ভালো। আমি সরফরাজ 𒀰খানের শতরানের একটি ছবি তুলে রেখেছি মোবাইলে, এই দেখ ’।
এরপর আজহার নামে আরেক ক্রিকেট সমর্থক যিনি প্রথম দিন থেকেই খেলা দেখছেন রোহিতদের, তিন꧒ি বললেন, ‘প্রথম দিনে আমি এখানে ভারতের খারাপ পারফরমেন্স দেখে গেছি, তাই আজ ওদের ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স দেখতে ভালো লেগেছে। সরফরাজ খান আজ ওর প্রথম টেস্ট শতরান করল তবে আরও ভালো লাগছে যেহেতু ও বড় রানে নিজের ইনিংসকে কনভার্ট করত♛ে পেরেছে, ১৫০ রান করেছে। সেকন্ড ইনিংসে ভারতের অন্যতম নায়কের খেলা আমি আমার বন্ধুদের সঙ্গে চুটিয়ে উপভোগ করেছি ’।