আইপিএলে দিল্লির বিপক্ষে জিতে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরিস্থিতি যা, তাতে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ভালোভাবে জিততে হবে বিরাট কোহলিদ♏ের। এরই মধ্যে ভাইরাল হল দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর আরসিবির বোলার মহম্মদ সিরাজের এক ভিডিয়ো। বিরাট কোহলি, কর্ণ শর্মার সঙ্গে ম্যাচের বিষয় কথা বলতে গিয়ে এমন অদ্ভুত যুক্তি দিলেন সিরাজ, তা শুনে তাজ্জব হয়ে গেলেন খোদ কোহলিও। সিরাজকে গালাগালও দিলেন মজা করে। জাতীয় দলের সতীর্থকে বললেন এটা আবার কেমন স্ট্র্যাটেজি। অবশ্য সিরাজ যে কথাটা বলেছেন, একজন বোলারের মানসিকতা থেকে যে খুব ভুল নয়, সেটাই হাসতে হাসতেই স্বীকার করে নিয়েছেন বিরাট কোহলি। ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিং রুমের সেই ভিডিয়ো।
আরও পড়ুন-IPL 2024-প্রথম🅰 ম্যাচে থেকে নিজেই সিদ্ধান্ত 💦নিয়েছি, ধোনির কাছে যাইনি…বললেন রুতুরাজ, ভিডিয়ো
রবিবার সন🅷্ধ্যায় ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালসের। সেই ম্যাচে আরসিবি ৪৭ রানে হারিয়ে দিয়েছে দিল্লিকে। ঋষভ পন্ত না থাকায় কাজটা কিছুটা সহজই হয় সিরাজদের জন্য। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সিরাজ। সামনে টি২০ বিশ্বকাপ হলেও এখনও সিরাজের সেই চেনা ফর্ম উধাও। এরই মধ্যে ম্যাচের পর তাঁকে ড্রেসিং রুমে প্রশ্ন করা হয়, দিল্লি🔯 ম্যাচের স্ট্র্যাটেজি ঠিক কেমন ছিল দলের। এরপর সিরাজের মুখে তাঁদের দলের স্ট্র্যাটেজি শুনে হাসির রোল পড়েছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন-ꦕIPL 2024-♐কেরিয়ারে আপ অ্যান্ড ডাউন চলছে, কার দিকে আঙুল তুললেন রিঙ্কু? ভিডিয়ো
মহম্মদ সিরাজ সেই ভিডিয়োতে বলছেন, ‘ কোয়ালিফিকেশন আমাদের হাতে নেই। আম🎀রা শুধুই খেলায় ফোকাস করছি। ম্যাচে কি আছে? ফাস্ট বোলারদের হাতে বল আছে, আর ব্যাটারদের হাতে ব্যাট আছে, আমাদের যা করতে হবে তা হল অ্যাটাক। যদি কোয়ালিফাই করি তাহলে ভালো, নাহলে এরকম খেলাই আমরা ভবিষ্যৎ-এ খেলতে থাকব’।
আরও পড়ুন-অবসর ঘোষণা করেছেন অ❀্যান্ডারসন, এরই মধ্যে ভাইরাল রুটকে ক্লিন বোল্ডের ভিডিও
সিরাজের মুখে এমন স্ট্র্যাটেজি শুনে কিছুটা অবাক হয়ে যান খোদ কোহলি। আইপিএলের সর্বোচ্চ রানের মালিক সঙ্গে সঙ্গেই সিরাজকে উদ্দেশ্য করে মজা করেই গালাগাল করেন। এরপর বলেন, ‘ এটা আবার কেমন কথা? ব্যাটারের হাতে ব্যাট আছে, বোলারের হাতে বল আছে। বলো যে তুমি শুধু🤡ই স্টাম্প দেখতে পাও’। বিরাট বুঝিয়ে দেন সিরাজের কথাবার্তা একদম সাধারণ জোরে বোলারের মতোই বেপরোয়া গোছের। আগামী শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়েছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। সেই ম্যাচ বিরাট কোহলিরা বড় ব্যবধানে জিততে পারলেই প্লে অফের টিকিট পাকা হয়ে যেতে পারে তাঁদের কাছে।