দীর্ঘদিন ধরে ক্রিকেট মাঠ থেকে দূরে রয়েছেন মহম্মদ শামি। বারবার চোট আঘাত বাধা হয়ে দাঁড়াচ্ছে জাতীয় দলে কামব্যাকের ক্ষেত্রে। ভারতের হয়ে ২০২৩ সালের নভেম্বর মাসে শেষ ম্যাচ খেলেছে তিন꧙ি। সেটি বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল। এরপর শামি বা ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্টের কেউ ভাবতেও পারেননি যে এই পেসার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যাবে।
অ্যাচিলিস টেন্ডন ইনজ🍰ুরির জন্য বেশ সমস্যায় পড়েন শামি। যার কারণে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে তাঁর ডান পায়ের গোড়া♒লিতে একটি অস্ত্রোপচার পর্যন্ত হয়। যদি শামির চোট জাতীয় দলে সেইভাবে সম্যসার কারণ হয়ে ওঠেনি। কারণ ২০২৪ সালের প্রথম ১১ মাসে কোনও টেস্ট ম্যাচ খেলতে বাইরে যায়নি ভারত। যদিও জানুয়ারির একদম শুরুতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১ ম্যাচের টেস্ট সিরিজ খেলছিল ভারত। সেখানে তাদের মাটিতেই প্রোটিয়াদের হারিয়ে আসে রোহিতরা।
ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে স্পোর্টস সায়েন্স টিমের তত্ত্বাবধানে শামির চোটের উপর ভালো ভাবে নজর রাখা হয়েছিল। সব কিছু ঠিকমতোই এগোচ্ছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের হোম সিরিজের সময় কোনও পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ফিরে আসার প্রকৃত সম্ভাবনা তৈরি হয়েছিল। একটি রিটার্ন টু প্লে প্রোটোকল তৈরি করা হয়েছিল তাঁর জন্য। চোট থেকে ফিরে আসার পর খেলোয়াড়দের অবশ্যই একটি খেলার পরিস্থিতিতে ম্যাচ-ফিটনেস প্রমাণ করতে হয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জাতীয় দলে শামিকে ফ💝িরিয়ে আনার আগে বাংলার প্রথম দিকের রঞ্জি ট্রফির ম্যাচগুলির একটিতে তাঁকে খেলানো হবে।
সময়েও তাঁর পক্ষে ছিল - রঞ্জি মরশুম ১১ অক্টোবর থেকে শুরু হয়েছিল, নিউজিল্যান্ডের শেষ টেস্ট মুম্বইতে ১ নভেম্বর থেকে শুরু হবে৷ এমনকি যদি শামি বেঙ্গালুরুতে এবং পুনেতে প্রথম দুটি টেস্ট মিস করতেন, পরের মাসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার ৫ টেস্টের সফরের আগে তিনি তাঁর রাজ্যের হয়ে একটি ম্যাচ খেলার এবং ফিটনেস প্রমাণ করার ও নিজেকে টেস্ট মোডে ফিরিয়ে আনার যথেষ্ট সুযোগ পেতেন। তবে তাঁর সব আশไায় জল ঢেলে দিয়েছে নতুন করে পাওয়া হাঁটুর চোট।
এবিষয়ে মঙ্গলবার স্পষ্ট করেছেন রোহিত শর্মা।♐ এখন শামিকে অস্ট্রেলিয়া সফরে পাওয়া নি💯য়ে সংশয় দেখা দিয়েছে। ভারতের টেস্ট দলের অধিনায়ক জানান, ‘সত্যি বলতে এটা বলা খুব মুশকিল তাকে অস্ট্রেলিয়ার সফরে পাওয়া যাবে কিনা। তার ফিরে আসা নিশ্চিত ছিল, তবে নতুন করে হাঁটুতে ফোলা তাকে কিছুটা পিছিয়ে দেয়। আবার সবকিছু প্রথম থেকে শুরু করেছে ও। ন্যাশনাল ক্রিকেট অ্যাকোডেমিতে ডক্টর এবং ফিজিওদের পরামর্শ মেনে চলছে সে। আমরা অস্ট্রেলিয়া সফরে সম্পূর্ণ ফিট শামিকে চাই, আমাদের ধৈর্য্য রাখতে হবে’।