Nominees for Sports Awards: অর্জুন পুরস্কারের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ফাস্ট বোলার মহম্মদ শামির নাম সুপা🌳রিশ করা হয়েছে। ৩৩ বছর বয়সᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚি এই ফাস্ট বোলার সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এই টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। ক্রীড়া মন্ত্রক সূত্রে খবর, মহম্মদ শামির নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিসিসিআই বিশেষ অনুরোধ করেছিল। এর আগে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড়দের তালিকায় তাঁর নাম ছিল না। ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। মাত্র সাত ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন তিনি। এবার সেই সাফল্যের পুরস্কার দিতে চলেছে বিসিসিআই।
প্রথম চারটি ম্যাচের বাইরে থাকার পর মহম্মদ শামি যখন সুযোগ পান, তার পুরো সদ্ব্যবহার করেন ভারতীয় দলের এই পেস বোলার। তিনি এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজে সুযোগ পেয়েছেন। ক্রীড়া মন্ত্রক এই বছরের মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার এবং অর্জুন পুরস্কারের সিদ্ধান্ত নিতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এম খানউইলকর এই কমিটির নেতৃত্ব দেবেন। তিনি ছাড়াও কমিটিতে রয়েছেন হকি খেলোয়াড় ধনরাজ পিল্লাই, প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় কমলেশ মেহতা, প্রাক্তন বক্সার অখিল কুমার, মহিলা শ্যুটার ও বর্তমান জাতীয় কোচ শুমা শিরুর, প্রাক্তন ক্রিকেটার অঞꦗ্জুম চোপড়া, ব্যাডমিন্টন খেলোয়াড় তৃপ্তি মুরগুন্ডে এবং পাওয়ারলিফটার ফরমান পাশা।
মহম্মদ শামি ছাড়াও আরও ১৬ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।🧸 তাদের মধ্যে রয়েছেন পুরুষ হকি খেলোয়াড় কৃষাণ বাহাদুর পাঠক এবং সুশীলা চানু, তীরন্দাজ ওজস প্রবিন দেওতালে এবং অদিতি গোপীচাঁদ স্বামী, বক্সার মহম্মদ হুসামুদ্দিন, দাবা খেলোয়াড় আর বৈশালী, গল্ফার দীক্ষা ডাগর, শ্যুটার ঐশ্বরী প্রতাপ সিং তোমর, কুস্তিগীর আন্তিম পাংঘে।
দ্রোণাচার্য পুরস্কারের জন্য পাঁচটি মনোনীত হয়েছেন-গণেশ প্রভাকরণ (মল্লখাম্ব), মহাবীর সাইনি𓆏 (প্যারা অ্যাথলেটিক্স), ললিত কুমার (কুস্তি), আরবি রমেশ (দাবা) এব𝓀ং শিবেন্দ্র সিং (হকি)।
ধ্যানচাঁদ আজীবন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন- কবিতা (কাবাডি), মঞ্জুষা কানওয🃏়ার (ব্যাডমিন্টন) এবং বিনীত কুমার শর্মা (হকি)।
মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন- সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি ܫ(ব্যাডমিন্টন)।
অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন- মহম্মদ শামি (ক্রিকেট), অজয় রেড্ডি (ব্লাইন্ড ক্রিকেট) ওজস প্রবিন দেওতালে, 🌠অদিতি গোপীচাঁদ স্বামী (তীরন্দাজ), শীতল দেবী (প্যারা আর্চারি), পারুল চৌধুরী এবং এম শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স), মহম্মদ হুসামুদ্দিন (বক্সিং), আর বৈশালী (দাবা), দিব্যকৃতি সিং এবং আনুশ আগরওয়ালা (অশ্বারোহী), দিক্ষা ডাগর (গল্ফ), কৃষাণ বাহাদুর পাঠক এবং সুশীলা চানু (হকি), পিঙ্কি (লন বল), ঐশ্বরী প্রতাপ সিং তোমর (শ্যুটিং), অন্তিম পাঙ্গ🍌ল (কুস্তি), আয়িকা মুখার্জি (টেবিল টেনিস)।