🍨 এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন গুজরাট টাইটানসের তারকা পেসার মহম্মদ শামি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি ফিট হয়ে উঠতে পারবেন কিনা, সে বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে কিছু জানানো হয়নি। আইপিএল শেষ হওয়ার ঠিক পরেই আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। অন্যদিকে, আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অপর এক ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণ। তিনিও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন কিনা, তা নিয়ে ভারতীয় বোর্ডের তরফে আপাতত কিছু জানানো হয়নি। তবে শীঘ্রই তিনি রিহ্যাব শুরু করবেন বলে জানিয়েছে বিসিসিআই। যে প্রসিধ আইপিএলে রাজস্থান রয়্যালসে ছিলেন।
শামির ফিটনেস আপডেট
🐲ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, শামির ডান গোড়ালিতে চোট আছে। সেজন্য গত ২৬ ফেব্রুয়ারি তারকা পেসারের অস্ত্রোপচার হয়েছে। সফল হয়েছে সেই অস্ত্রোপচার। আপাতত শামিকে পর্যবেক্ষণে রেখেছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম। সেই পরিস্থিতিতে আসন্ন আইপিএলে খেলতে পারবেন না শামি। ছিটকে গিয়েছেন আইপিএল থেকে।
🀅এমনিতে গত অক্টোবর-নভেম্বরে শেষবার ভারতীয় দলের জার্সি পরে মাঠে নেমেছিলেন শামি। বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন ভারতের তারকা পেসার। তারপর থেকে আর মাঠে নামেননি। চোটের জন্য সদ্যসমাপ্ত ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজেও খেলেননি। সেইসবের মধ্যেই তাঁকে বিজেপির টিকিটে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে দাঁড় করানো হতে পারে একটি মহলে জল্পনা চলছে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। পুরোটাই জল্পনার পর্যায়ে আছে।
প্রসিধের ফিটনেস আপডেট
🍬ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি প্রসিধের অস্ত্রোপচার হয়েছে। শামির মতো তিনিও বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। শীঘ্রই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করবেন। এবারের আইপিএলে খেলতে পারবেন না। গতবারের আইপিএলেও খেলতে পারেননি প্রসিধ।
🅺২০২২ সালের আইপিএলের মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামে ১০ কোটি টাকায় দলে নিয়েছিল রাজস্থান। ২০২২ সালে ১৭টি ম্যাচে ১৯টি উইকেট নিয়েছিলেন। ফাইনালে পৌঁছেছিল রাজস্থান। কিন্তু চোটের জন্য ২০২৩ সালের আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। পরিবর্ত হিসেবে সন্দীপ শর্মাকে নিয়েছিল রাজস্থান। এবার অবশ্য আইপিএলে প্রসিধ খেলতে পারবেন বলে মনে করা হয়েছিল। কিন্তু রঞ্জি ট্রফিতে গুজরাটের বিরুদ্ধ খেলার সময় চোট পান।