'ঋষভ পন্ত ইজ ফিট'- যে চারটি শব্দ শোনার জন্য ১৪ মাস অপেক্ষা করছিল দুনিয়া, আজ সেটা অবশেষে ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আসন্ন আইপিএলের জন্য পন্তকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে। শুধু ব্যাটার হিসেবে🔥 নয়, পন্তকে উইকেটকিপিংয়েরও জন্য ফিট বলে ঘোষণা করেছে বিসিসিআই। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং করতে পারবেন🔴 পন্ত। উইকেটের পিছন থেকে সেই ‘মহান-মহান সব বাণীও’ শোনা যাবে। আর সেইসঙ্গে আগামী জুনে তাঁর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনাও প্রবল হল। তিনি যদি আইপিএলে ভালো পারফর্ম করতে পারেন, তাহলে বিশ্বকাপের দলে যে থাকবেন, সেটা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন বোর্ডের সচিব জয় শাহ। আর তারপর বছরের শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের দলে পন্ত যে থাকবেন, তাও মোটামুটি নিশ্চিত হয়ে গেল।
ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য অত দূরে যায়নি, আপাতত শুধুꦑমাত্র আইপিএলের জন্য পন্তকে ফিট বলে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, ‘২০২২ সালের ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডের রুবকির কাছে ভয়ংকর পথ দুর্ঘটনার পরে ১৪ মাস ধরে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া এবং রিহ্যাব ♛চলেছে। এবার তাঁকে আসন্ন আইপিএলের জন্য উইকেটকিপার-ব্যাটার হিসেবে ফিট ঘোষণা করা হল।’
আরও পড়ুন: IPL-এ ভালো খেললে, T20 WC-এর দরজা খুলে যাবে পন্তের জন্য- জানিয়ে দিলেন🐟 BCCI সচিব জয় শাহ
আর সেই ঘোষণাটার পরে ভারতীয় তো পুরো ক্রিকেট দুনিয়ার মুখে হাসি ফুটেছে। এক নেটিজেন অস্ট্রেলিয়ার গাব্বা-দুর্গ ভেঙে দেওয়ার ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক ঋষভ পন্ত। 'ভারত এবং আপনার কেরিয়ারের উজ্জ্বল সময় আসছে আবার।’ অপর এক নেটিজন বলেন, 'ক্রিকেটের ইতিহাসে অ𒀰ন্যতম সেরা কাহিনীর সাক্ষী থাকতে চলেছি আমরা। ওয়েলকাম ব্যাক ঋষভ পন্ত।' একজন আবার বলেন, ‘উফ!! কী শান্তি হচ্ছে। উইকেটের পিছন থেকে আবার কাম অন অ্যাশ, কাম অন অ্যাশ শোনা যাবে।’
আইপিএলের জন্য পন্ত ফিরছেন বলে ঘোষণা করা হলেও অনেকেই টেস্ট ক্রিকেটে ভারতীয় তারকাকে ফের ব্যাট হাতে নামতে দেখার জন্য মুখিয়ে আছেন। কারণ টি-টোয়েন্টি বা একদিনের ক্রিকেটে পন্তের বিষয়টা আলাদা। টেস্ট ক্রিকেটে পন্ত থাকলেই ভারতীয় দলের ছবিটা পালটে যায়। আর 💛পন্তের জন্য সবথেকে ভালো ব্যাপার হল যে আপাতত ভারতের কোনও টেস্ট স🌳িরিজ নেই। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠে এবং অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ আছে। আর তারপর অস্ট্রেলিয়ায় যাবে ভারত। ফলে টেস্ট ক্রিকেট খেলার জন্য আরও কিছুটা সময় পাবেন পন্ত।
আরও পড়ুন: KKR new pl🔯ayer: IPL থেকে নাম তুললেন KKR-র রয়, দলে এলেন ইংল্𒐪যান্ডের হয়ে দ্রুততম শতরান করা তারকা