১ বছর মাঠের বাইরে থাকার পরে অবশেষে ক্রিকেটে ফিরছেন মহম্মদ শামি। বুধবার থেকেই মাঠে নেমে পড়ছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। যদিও সরাসরি জাতীয় দলের 🐭হয়ে নয়, বরং ঘরোয়া ক্রিকেটের মঞ্চে নিজেকে যাচাই করে নিতে নামছেন শামি।
বুধবার থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্যাচে বাংলার হয়ে মাঠে নামছেন শামি🍬। মঙ্গলবার বাংলার ক্রিকেট সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করে শামির মাঠে নামতে চলার কথা জানিয়ে দেওয়া হয়। উল্লেখ্য🐻, ১৩ নভেম্বর বুধবার থেকে ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের লড়াই বাংলার।
গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পরেই গোড়ালিতে অস্ꩵত্রোপচার করাতে হয় মহম্মদ শামিকে। সেই থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। সুস্থ হয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন শামি। প্রাথমিকভাবে খবর ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ফিরতে পারেন তিনি। তবে নিউজিল্যান্ড সিরিজ তো দূরের কথা, এমনকি বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডেও জায়গা হয়নি শামির।
আরও পড়ুন:- IND vs AUS: পারথের ড্রপ-ইন পিচে গতি ও বাউন্সের জুজু! বুমরাহদের সামলাতে পারবে ত𓂃ো অজিরা?
বাংলার হয়ে শুরু থেকেই রঞ্জি খেলার ইচ্ছা ছিল 𝓀শামির। তবে রিহ্যাবে থাকাকালীন শামির হাঁটু ফুলে যায় বলে খবর। সেই কারণেই তাঁর কামব্যাক আরও পিছিয়ে যায়। এবার বর্ডার-গাভাসকর ট্রফির আগে শামি যদি রঞ্জিতে চমকপ্রদ পারফর্ম্ꦺযান্স মেলে ধরেন, তবে অজি সফরের মাঝপথে শিকে ছিঁড়তেই পারে তারকা পেসারের।
সিএবির তরফে বিজ্ঞপ্তিতে শামির বাংলা দলের সঙ্গে যোগꦚ দেওয়ার খবর জানানো হয়। এও আশা প্রকাশ করা হয় যে, শামি যোগ দেওয়ার দলের শক্তি যেমন বাড়বে, ঠিক তেমনই বাকি ক্রিকেটাররাও উদ্দীপ্ত হবেন। উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘদিন পরে ফের একসঙ্গে বা🍸ংলার হয়ে মাঠে নামতে দেখা যাবে মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহাকে।
এই রাউন্ডের ম্যাচের পরেই রঞ্জি অভিযান আপাতত স্থগিত থাকবে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির পরে ফের শুরু হবে রঞ্জির বাকি রাউন্ডের লিগ ম্যাচগুলি। সুﷺতরাং, বর্ডার-গাভাসকর ট্র🅰ফির আগে ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজের ফিটনেস প্রমাণ করার এটিই শেষ সুযোগ ছিল শামির সামনে। সন্দেহ নেই জাতীয় নির্বাচক ছাড়াও ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও কড়া নজির থাকবে শামির দিকে।
আগামী ২২ নভেম্বর থেকে পারথে শুরু ꧋হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সির🌌িজ। বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ম্যাচে সফল হলে বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগেই মহম্মদ শামির ডাক পড়তে পারে রোহিতের সংসারে।