ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে দৃঢ়তা দেখাতে পারেননি। তবে বোলারদের সৌজন্যে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে সিরিজের প্রথম বেসরকারি টেস্টে লড়াই থেকে ছিটকে যেতে হয়নি ভারতীয়-এ দলকে। প্রসিধ কৃষ্ণা 𝓡ও মুকেশ কুমারের পেস জুটি দ্বিতীয় দিনে ভারতকে ম্যাচে ফেরান বলা চলে। বিশেষ করে মুকেশ কুমারের আগুনে বোলিংই অস্ট্রেলিয়ার লিড নাগালের বাইরে যেতে দেয়নি।
বৃহস্পতিবার ম্যাকায়ে শুরু হয় ভারত-অস্ট্রেলিয়া এ-দলের সিরিজের প্রথম বেসরকারি টেস্ট। এক্ষেত্রে টস-ভাগ্য সঙ্গ দেয় অজিদের। টস জিতে ভারতকে শুরুতে ꧋ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ন্যাথন ম্যাকসুইনি। অস্ট্রেলিয়ার গতিশীল বাউন্সি পিচে টেস্টের প্রথম দিনে ব্যাট করা নিতান্ত কঠিন ছিল। পিচ ও পরিবেশ-পরিস্থিতির প্রাথমিক সুবিধা কাজে লাগিয়ে অজি বোলাররা ভারতীয় দলকে প্রথম ইনিংসে অল-আউট করে দেন মাত্র ১০৭ রানে। ভারতীয়-এ দলে🐓র প্রথম ইনিংস স্থায়ী হয় ৪৭.৪ ওভার।
পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৯৯ রা🌳ন তোলে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে তখনই ভারতের থেকে মোটে ৮ রানে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে তার পর থেকে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৯৫ রানে। দিনের প্রথম সেশনেই অজিদের প্রথম ইনিংসে দাঁড়ি টেনে দেন ভারতীয় বোলাররা। আয়োজকদের প্রথম ইনিংস স্থায়ী হয় সাকুল্যে ৬২.৪ ওভার।
একসময় ১৩৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। নয় নম্বরে ব্যাট করতে নেমে টড মার্ফি অজিদের প্রথম ইনিংস টেনে নিয়ে যান দু'শোর কাছে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৮৮ রানে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া-এ দল। ম্যাকায়ের বাইশ🍷গজে ব্যাট করা এখনও সহজ নয় মোটেও। তবে এটা নিশ্চিত যে, অজিদের প্রথম ইনিংসের লিড নাগালের বাইরে যেতে দেয়নি ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস হ্যারিস ১৭, ন্যাথন ম্যাকসুইনি ৩৯, বিউ ওয়েবস্টার ৩৩, কুপার কনলি ৩৭, ফার্গাস ও'নেইল ১৩ ও টড মার্ফি ৩৩ রান করেন। ভারতের হয়ে প্রথম ইনিংসে ১৮.৪ ওভার বল করে ৭টি মেডেন-সহ ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন মুকেশ কুমার। ১৮ ওভারে ৫৯ রান খরচ করে ৩টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ৭ ওᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নেন নীতীশ রেড্ডি। উইকেট পাননি নভদীপ সাইনি ও মানব সুতার।