আইপিএল-এর জনক ললিত মোদী বর্তমানে ভারত ছেড়েছেন। তার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট ব্যবসায় দুর্নীতির প্ররোচনা ও অংশ হওয়ার অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে এর ফ্ল্যাগশিপ বার্ষিক শো-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়🅺েছে। দীর্ঘ দিন আড়ালে থাকার পরে এবার তিনি সোশ্যাল মিডিয়া মারফৎ ক্রিকেট ভক্তদের সামনে আসছেন।
সাম্প্রতিক রাজ শামানির সঙ্গে ඣএকটি পডকাস্টে হাজির হয়েছিলেন 💎ললিত মোদী। সেখানে আইপিএল নিয়ে নানা গল্প তুলে ধরেছেন। এই পডকাস্টে তাকে সব ধরণের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তিনি কিছু প্রশ্নকে ডিফেন্ড করেছেন, কিছু প্রশ্ন ছেড়ে দিয়েছেন আবার কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে বেশিরভাগ বিষয়ে অস্পষ্ট রেখেছেন তিনি।
আইপিএল-এর জনক ললিত মোদী বলেছেন বিভিন্ন টুর্নামেন্ট চলাকালীন কীভাবে তিনি এই টুর্নামেন্টকে সকলের সামনে এনেছিলেন। তিনি জানিয়েছেন এই টুর্নামেন্ট শুরু করারꦅ আগে যুবরাজ সিংয়ের ছয় ছক্কার ভূমিকা কত বড় ছিল। ললিতমোদী বলেন আসলে তখনও কেউ বুঝতে পারছিলেন না যে টি টোয়েন্টিতে এক ওভারেছয় ছক্কা হতে পারে, বা এক ওভারে ছয়টি উইকেট পড়তে পারে। সকলেই এটা শুনে হাসত, কিন্তু যবে যুবরাজ ছয় ছক্কা হাঁকান সব বদলে যায়। কারণ ২০০৭ সালে যুবি এটি করেছিলেন আর তার পরের বছরেই আইপিএল শুরু হয়েছিল। ফলে বলা যেতে পারে আইপিএল শুরুর পিছনে যুবরাজ সিংয়ের বড় হাত রয়েছে।
যুবরাজ সিংয়ের ছয় ছক্কা নিয়ে ললিত মোদী বলেন, ‘এটাই চাবিকাঠি ছিল। কেউ সেটা বুঝতে পারেনি। প্রধান খেলোয়াড়রা খেলছেন না। নতুন খেলোয়াড়রা খেলছে। একটা আইডিয়া এল। কেউ কখনও টানা ছয় ছক্কা মারেননি বা এক ওভারে ছয় উইকেট নেননি। যে কেউ ছয়টি ছক্কা মারবে বা ছয়টি উইকেট নেবে, আমি তাঁকে আমার পকেট থেকে একটি পোর্শ দেব। হা হা, সবাই হেসে উঠল, আপনি আমাদের অসম্ভব কাজ দিচ্ছেন। বিসিসিআইয়ের অংশ হিসেবে আমি খেলোয়াড়দের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ ছিলাম। আর তারপর একদিন দারুণভাবে ছয়টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। এরপর সে আমার কাছে এল এবং বললেন আমার পোর্শ কোথায়। আমি তাঁকে সেটা দিই।’ এরপরে তিনি বলেন, ‘মাই গড, সেই ছয়টি ছক্কার মাধ্যমে আইপিএল শুরু হয়েছে… কারণ এরপরে সকলে বুঝতে পারে এটাও সম্ভব।’ পডকাস্টটি আইপিএল মেগা নিলামের একদিন আগেএই সাক্ষাৎকারটি সকলের সামনে এসেছে। ললিত মোদী এই প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন কি না, সেই প্রশ্নটাই তাঁর সম🐽ালোচকরা করছেন!