অনেকেই মনে করছেন বাংলাদেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছাপূরণ হল না শাকিব আল হাসানের। প্রথমে মীরপুরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার কথ🐠া থাকলেও নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে আর তা সম্ভব হয়নি। অনেকেই মনে করছেন কানপুরে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটিই শাকিবের ক্রিকেট কেরিয়ারের শেষ টেস্ট। তবে এমনটা মনে করছেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন শাকিব।
বাংলাদেশ-সাউথ আফ্রিকা টেস্ট ম্যাচের আগের দিন রবিবার সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন শান্ত। সেখানে তিনি বলেন, ‘টেস্ট থেকে তো অবসর নেয়নি। ত🐭াহলে তো আমরা আশা করতেই পারি দেশের মাটিতেই শেষ টেস্ট ম্যাচ খেলবে শাকিব।'
শাকিব কেন মীরপুর টেস্টে দলে নেই সেই নিয়েও উত্তর দিয়েছেন শান্ত। এই তারকা বাংলাদেশি অলরাউন্ডারকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সব আয়োজন বাতিল করতে হয় বোর্ডকে। শান্ত💞 যদিও ‘বাতিল’ মানতে নারাজ। তাঁর মতে ‘স্থগিত’ রাখা হয়েছে আয়োজন।
তিনি বলেন, ‘এটা তো পরিকল্পনাতেই ছিল। আমার মনে হয় শাকিব একজন বিশ্বের সেরা ক্রিকেটার। শুধু বাংলাদেশ বলব না, বিশ্বের বলব। খুবই দুর্ভাগ্যজনক বিদায়ী সংবর্ধনা ൩না হওয়াটা। আমি এবং দলের বাকি ক্রিকেটাররা মনে করি তার এটা পেন্ডিং থেকে গেল’।
শাকিবের অনুপস্থিতি দল অনুভব করবে বলেও মনে করেন শান্ত। তবে খেলানো না খেলানোর বিষয়টা তাদের হাতে নেই বলে জানান তিনি। তাই এখন আর এনিয়ে ভেবে বেশি সময় নষ্ট করতে নারাজ বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘আসলে যত কথাই বলব এখান থেকে, কোনও কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ, আমরা সবাই জানি,꧂ কেন ও আসতে পারছে না।’
শাকিবের বিরুদ্ধে যখন হত্যা মামলা করা হয়েছিল, তখন অনেক ক্রিকেটারই সেটার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। কিন্তু এবার সেভাবে কোনও প্রতিবাদ হয়নি। এবিষয়ে শান্ত বলেন, ‘ও যদি এখান থেকে শেষ করতে পারত, খুব ভালো হতো। তবে আগামীকাল একটা টেস্ಌট ম্যাচ শুরু হবে। ফোকাসটা পরবর্তী সময়ে ওই জায়গায় আনা হয়েছে যে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি’।
পরে মজা করে তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে যে রকম অবস্থা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সবকিছুর সমাধান হয়ে যায়। চ✤িন্তা করছি প্রতিদিন আ🐲মিও একটা করে স্ট্যাটাস দেব’।
মীরপুর টেস্টে শাকিবের না থাকা নিয়ে শান্ত বলেন💧, ‘এটা দুর্ভাগ্যজনক।🥃 তবে আমরা সবাই জানি, কেন হয়নি’। শাকিব আল হাসান না থাকায় আগামীতে দল যে সমস্যায় পড়বে তাও স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘এখনও সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে। অস্বীকার করার কিছু নেই। হয়তো এই জায়গাটি ঠিক করতে আমাদের আরও বেশ কিছুদিন সময় লাগবে’।