ইন্ডিয়া-এ দলের বিরুদ্ধে দলীপ ট্রফির ম্যাচে ইন্ডিয়া-বি দলের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে একসময় মাত্র ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইন্👍ডিয়া-বি দল তাদের প্রথম ইনিংসে তুলে ফেলে ৩২১ রান।
দলকে বিপর্যয় থেকে টেনে তোলার জন্য সিংহভাগ কৃতিত্ব꧑ প্রাপ্য মুশির খানের। টেল এন্ডারদের সঙ্গে নিয়ে তিনি দলকে তিনশো রানের গণ্ডি পেরোতে সাহায্য করেন। মুশিরের ১৮১ রানের অবিস্মরণীয় ইনিংসের জন্যই যে ইন্ডিয়া-বি টিম লড়াইয়ের রসদ সংগ্রহ করে নেয়, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
তবে এক্ষেত্রে কৃতিত্ব প্রাপ্য নভদীপ সাইনিরও। নয় নম্বরে ব্যাট করতে নেমে সাইনি ১৪৪ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। মারেন ৮টি চার ও ১টি ছক্কা। মুশির খানের সঙ্গে সাইনির ২০৫ রানের পার্টনা♏রশিপই বিপদ থেকে উদ্ধার করে অভিমন্যু ঈশ্বরনদের।
উল্লেখযোগ্য বিষয় হল, শুধু ব্যাট𝔍 হাতে দলের ভরাডুবি বাঁচানোই নয়, বরং নভদীপ সাইনি এক্ষেত্রে বল হাতেও প্রতিপক্ষ শিবিরে মোক্ষম আঘাত হানেন। ইন্ডিয়া-এ টিমের দুই তারকা ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও শুভমন গিলকে ফিরিয়ে সাইনিই চাপে রাখেন প্রতিপক্ষ দলকে।
গিলকে নিয়ন্ত্রিত ইনসুইংয়ে বোল্ড করেন নভদীপ। তবে মায়༺াঙ্কের উইকেটের ক্ষেত্রে বোলার সাইনির থেকেও বেশি কৃতিত্ব প্রাপ্য উইকেটকিপার ঋষভ পন্তের। নিজের বাঁ-দিকে ঝাঁপিয়ে পন্ত দুর্দান্ত ক্যাচ ধরেন মায়াঙ্কের।
জাজমেন্ট দিয়ে বোল্ড শুভমন
ইন্ডিয়া-বি দলের ৩২১ রানের জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া-এ দল ওপেনিং জুটিতে ৫৭ রান তুলে ফেলে। তবে ইনিংসের ১৩.৬ ওভারে নভদীপ সাইনির ভিতরে ঢুকে আসা বল ছেড়ে দিয়ে বোল্ড হয়ে বসেন শুভমন গিল। বলের লাইন অনুমান করে তা ছেড়ে দেওয়াই শ্রেয় মনে হয় গিলের। তবে তিনি সাইনির ডেলিভারির সুইং🐭 অনুমান করতে পারেননি। ফলে বল বাঁক নিয়ে গিলের অফ-স্টাম্পে গিয়ে লাগে। ৪৩ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন শুভমন। তিনি ৩টি চার মারেন।
দুরন্ত ক্যাচ ঋষভ পন্তের
ওইনিংসের ১৫.২ ওভারে পন্তের দুরন্ত কিপিংয়ের জন্যই দ্বিতীয় উইকেট পেয়ে যান নভদীপ সাইনি। ডানহাতি ব্যাটার মায়াঙ্ক আগরওয়ালকে পায়ের লাইনে বল করেন নভদীপ। মায়াঙ্ক গ্লান্স করে বাউন্ডারি মার💜ার চেষ্টা করেন। বল ব্যাটে লেগে ফাইন লেগ অঞ্চলে উড়ে যায়। তবে প্রস্তুত ছিলেন পন্ত। তিনি নিজের বাঁ-দিকে ঝাঁপিয়ে বল দস্তানাবন্দি করে নেন। ফলে ব্যক্তিগত ৩৬ রানে আউট হন মায়াঙ্ক। ৪৫ বলের ইনিংসে তিনি ৮টি চার মারেন।
দ্বিতীয় দিনের শেষে ইন্ডিয়া-এ দল তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তোলে। ৪৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন রিয়ান পরাগ। তিনি ৪টি চা❀র মারেন। ৮০ বলে ২৩ রান🥂 করে নট-আউট থাকেন লোকেশ রাহুল। তিনি ৩টি চার মারেন।