শুভব্রত মুখার্জি:- ক্রিকেটের ইতিহাඣসে এক ওভারে ছয় ছক্কা মারার ঘটন👍া হাতে গোনা কয়েকবার ঘটেছে। যার মধ্যে সাম্প্রতিক অতীতে এই ঘটনার দু'দুবার সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। টি-২০ ফর্ম্যাটের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং। সেই ইনিংসে তিনি এক ওভারে ছটি ছক্কা মারার কৃতিত্ব দেখিয়েছিলেন।
এরপর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে এক ঘটনা ঘটান দক্ষিণ আফ্রিকার ওপেনার হার্সেল গিবস। তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ঘটনা ঘটিয়েছিলেন। এ♏বার সেই এক ঘটনার স্মৃতি উস্কে দিলেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং।
শনিবার এসিসি মেন্স প্রিমিয়র কাপে এই নজির গড়েছেন দীপেন্দ্র সিং। আল আমিরাতে গ্রুপ-এ'র ম্যাচে মুখোমুখি হয়েছিল কাতার এবং নেপাল। টুর্নামেন্টের সপ্তম ম্যাচে এই নজির গড়েছেন দীপেন্দ্র। এদিন তিনি একেবারে খুনে ম♋েজাজে ব্যাট করেছেন কাতারের বোলারদের বিরুদ্ধে। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিপরীতে এদিন দিশেহারা দেখিয়েছে কাতারের বোলারদের।
ম্যাচে কাতারের বোলার কামরান খান এদিন মাত্র ১.৪ ওভার বোলিং করেছেন। আর ওই একটি গোটা ওভারেই তাঁর বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন দীপেন্দ্র স🅘িং। ওভারেই প্রতিটি বলেই কামরানের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে তিনি ফিরিয়ে দিয়েছেন যুবরাজ সিং, হার্সেল গিবস, রবি শাস্ত্রীদের স্মৃতি।
আরও পড়ুন:- স্পটলাইটে ৭ জন, ভারতের T20 বিশ্বকাপ দলে সুযোগ পেতে 🐠পারেন কোন ♎কোন ঘরোয়া ব্যাটার?
এদিন ম্যাচে কাতারের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নেপাল। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে করে ২১০ রান। নেপালের হয়ে সর্বোচ্চ স্কোর তাদের ব্যাটার দীপেন্দ্র সিংয়ের। তিনি মাত্র ২১ বল খেলে করেছেন ৬৪ রান। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং সাতটি ছ🐬য়ে। ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ৩০৪.৭৬। ৬৪ রানের ইনিংস খেলে এদিন অপরাজিত থেকে যান দীপেন্দ্র।
অন্যদিকে কাতারের বোলার কামরান খান ১.৪ ওভার বল করে দেন ৪২ রান। এছাড়াও নেপালের হয়ে এদিন আসিফ শেখ ৫২ রান এবং কুশল মাল্লা ৩৫ রান করেছেন🤪। কাতারের হয়ে হিমাংশু রাঠোর এবং মুসাওয়ার শাহ তিনটি করে উইকেট নিয়েছেন।