আইসিসি টি২০ বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তাঁদের সামনে প্রথম ম্যাচে রয়েছে আফগানিস্তান। এবারে বেশ কঠিন গ্রুপেই রয়েছে তাঁরা। কারণ একই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। ফলে কমপক্ষে তিনটি ম্যাচে তাঁদের জিততেই হবে, এই পরিস্থিতিতে আগামী শনিবার আফগানদের বিপক্ষে নামবে কিউয়িরা,✤ কিন্তু তাঁর আগে বেজায় সমস্যায় পড়েছে ব্ল্যাক ক্যাপস শিবির। তাঁদের দেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের টাইম জোনে ব্যাপক ফারাক রয়েছে। ফলে ক্রিকেটাররা কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছালেও কিছুতেই সময়ের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, পরিস্থিতি এতটাই খারাপ, যে অনেকে রাতে জেগে থাকছেন চ্যাপম্যানরা।
আরও পড়ুন-করোনার সময় দর্শকদের হাততালি পায়নি, তাই রান কর𝓰েন🦋ি বিরাট! আজব যুক্তি RCB সতীর্থ-র
টাইম জোনে ব্যাপক পার্থক্যের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রস্তুতিতে ঘাটতি হয়েছে বলেই জানাচ্ছেন তাঁদের হেড কোচ গ্যারি স্টেড। যদিও তিনি আশাবাদী দ্রুত জেট ল্যাগ এবং টাইম জোনের সমস্যা কাটিয়ে উঠবেন দলের ক🎉্রিকেটাররা, প্রথম ম্যাচ থেকেই ছন্দে থাকার ব্যাপারে আশাবাদী তাঁরা। এই সমস্যা অবশ্য তাঁদের একার নয়, কারণ আরও অনেক দেশই ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এই একইরকম সমস্যার সম্মুখিন হয়। অবশ্য ক্যারিবিয়ান ক্রিকেটারদেরও অন্য দেশে খেলতে গিয়ে একই সমস্যা হয়, যেমন কলকাতা নাইট রাইডার্সে খেলতে এসে সুনীল নারিন, আন্দ্রে রাসেলরাও অনেক রাত পর্যন্ত জেগে থেকে, পরের দিন সকালে ঘুমাতেন।
আরও পড়ুন-খোলা মাঠে অনুশীলন বিরাটদের! রাখঢ🍒াক না রেখেই এবার আইসিসিকে তো🌟প রাহুল দ্রাবিড়ের
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলছেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলতে আসলে এই রকমের সমস্যা হবেই। আমার যেটা মনে হয়েছে, ক্লান্তি একটা বড় সমস্যা। আমি অনেক ক্রিকেটারকে দেখেছি মাঝরাতে জেগে রয়েছে, যেটা প্রস্তুতির জন্য মোটেꦛই ভালো নয়। তবে হাতে পর্যাপ্ত সময় থাকায় আমি আশাবাদী ক্রিকেটাররা সেই সমস্যা 🎃কাটিয়ে উঠবে। আরও একটা বিষয় হল, ফিন অ্যালেন সুস্থ। গোটা দলে ১৫জনই ফিট, কোনও চোঘাতের ব্যাপার নেই। দলও এবারে যথেষ্ট ভারসাম্যযুক্ত এবং শক্তিশালী, ফল দল প্রথম ম্যাচের আগে পুরো তৈরি হয়ে যাবে ’।
আরও পড়ুন-বাবা! ওর মতো অলস আমি কাউকে দেখিনি, গম্ভীরকে নিয়ে ভয়ঙ্কর মন্তব্য RCB তার🎀কার
꧙ নিউজিল্যান্ড প্রত্যেকবারই যথেষ্ট ব্যালেনসড দল গড়ে, ফেভারিট হিসেবেই আসে টি২০ বিশ্বকাপে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে না। প্রথমবার টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতলেও সিমিত ওভারের ফরম্যাটে এখনও সাফল্য থেকে অনেক দূরে রয়েছেন তাঁরা। এই অবস্থায় ২০২৪ টি২০ বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে প্রথমবার আইসিসি টি২০ বিশ্বকাপের ট্রফি জয়ের জন্য মুখিয়ে রয়েছেন ফিন অ্যালেন - মার্ক চ্যাপম্যানরা।