🦂 জাতীয় দলে ফেরার খিদেটা এখনও কমেনি কলকাতা নাইট রাইডার্স দল থেকে এবারে বিদায় নিয়ে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়া ক্রিকেটার নীতীশ রানার। দিলি থেকে উঠে আসা এই ক্রিকেটার আপাতত খেলেন উত্তর প্রদেশের বিপক্ষে। সৈয়দ মুস্তাক আলি ট্রফির মাঝেই রাজস্থান রয়্যালসকে দেওয়া সাক্ষাৎে তিনি বলছেন, জাতীয় দলের প্রাক্তন কোচের সন্নিকটে এসে তিনি স্বপ্ন দেখছেন দেশের হয়ে খেলার।
🦩রাহুল দ্রাবিড় দায়িত্ব নিয়েছেন রাজস্থান রয়্যালস দলের। তিনি জাতীয় দলের টি২০ বিশ্বকাপজয়ী দলেরও কোচ ছিলেন। নীতীশ রানার কাকতালীয়ভাবে অভিষেকও হয় দ্রাবিড়ের আমলেই। তাই রাজস্থান রয়্যালস দল তাঁকে নিলামে কেনার পরই দ্রাবিড়ের সঙ্গে প্রথম সাক্ষাৎে তাঁর কাছে নীতীশ আর্জি জানান, যাতে তাঁকে জাতীয় দলে ফেরার মতো তৈরি করে দেন। পাল্টা দ্রাবিড়ও তাঁকে জানিয়েছেন সবরকমের সাহায্য তিনি করবেন।
🐠আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় যাওয়ার সম্ভাবনা কম, এবার আর IPL মিস করতে চান না মহম্মদ শামি…
🌼রাহুল দ্রাবিড়ের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভিডিয়োতে নীতীশ রানা বলছেন, ‘মাঝে মাঝে আমরা মনের মধ্যেই গল্প সাজিয়ে নি, যে কোনও কিছু কাউকে জিজ্ঞাসা করলে সে কি ভাববে? কিন্তু আমার কাছে এটা কখনই বিষয় ছিল না। সেই কারণেই দ্রাবিড়ের সঙ্গে দেখা হতেই আমি ওকে বলেছি যে আমার প্রথম সিরিজ ওর আমলেই আমি খেলেছি’।
ܫআরও পড়ুন-অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ঢাকতে?
꧒জাতীয় দলের প্রত্যাবর্তনের খিদে যে তাঁর মধ্যে এখনও রয়েছে সেটা বুঝিয়ে রানা আরও বলছেন, ‘দ্রাবিড়কে আমি বলেছি যে আমি জাতীয় দলে কামব্যাক করতে চাই। সেই জন্য আপনার সাহায্য এবং পরামর্শ আমার লাগবে। আর তিনিও বলেছেন যে আমরা কঠোর পরিশ্রম করব। ফ্র্যাঞ্চাইজি আর তোর কেরিয়ারের জন্য যা যা সম্ভব সবই আমরা করব ’।
♎প্রসঙ্গত এবছরে আর কেকেআর তাঁকে রিটেন করেনি। নাইটদের জার্সিতে অতীতে অধিনায়কত্ব করলেও তাঁকে আরটিএম দিয়ে রিটেন না করে অংকৃষ রঘুবংশীকে রিটেন করে কেকেআর। নীতীশ রানাকে শেষ পর্যন্ত দলে নেয় রাজস্থান রয়্যালস। এরপর কেকেআরের বিরুদ্বে নাম না করেই ক্ষোভ দেখান নীতীশের স্ত্রী স্বাতীও।
🔯আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর গর্ভপাত! বাবর আজমের বিরুদ্ধে মামলায় শুনানি পিছল
🦩প্রসঙ্গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক খেলেছেন ১০৭টি ম্যাচ। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার করেছেন ২৬৩৬ রান। গড় ২৮.৬৫। স্ট্রাইক রেট ১৩৫.০৫। রয়েছে ১৮টি অর্ধশতরানও। যদিও জাতীয় দলে তাঁর পারফরমেন্স অতটা ভালো নয়। দুটি টি২০তে করেছেন ১৫ রান, আর একটি ওডিআইতে করেছেন ৭ রান।