🤪 আইপিএল নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি মোটে ৩০ লক্ষ টাকাও খরচ করতে রাজি হয়নি উর্ভিল প্যাটেলের জন্য। মেগা নিলামে অবিক্রিত থাকার পরে গুজরাটের ২৬ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার সৈয়দ মুস্তাক আলির মঞ্চে ব্যাট হাতে তাণ্ডব চালান। জাতীয় টি-২০ টুর্নামন্টে এমন পারফর্ম্যান্স মেলে ধরেন উর্ভিল, ফ্র্যাঞ্চাইজিরা আফসোস করতে বাধ্য। এবার বিজয় হাজারে ট্রফির মঞ্চেও চমক জারি রাখলেন উর্ভিল।
𝄹সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন উর্ভিল। এক ম্যাচ পরেই উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৩৬ বলে শতরান করেন তিনি। এবার বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে আগুনে মেজাজে সেঞ্চুরি করেন উর্ভিল। সব মিলিয়ে শেষ ৫টি ম্যাচে ব্যাট করতে নেমে উর্ভিল মোট ৩টি সেঞ্চুরি করলেন।
ꦅশনিবার জয়পুরিয়া বিদ্যালয় মাঠে বিজয় হাজারে ট্রফির এ-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে হরিয়ানা ও গুজরাট। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হরিয়ানা। তারা ৪৯.৩ ওভারে ২৬০ রানে অল-আউট হয়ে যায়। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন নিশান্ত সিন্ধু। এছাড়া হাফ-সেঞ্চুরি করেন সুমিত কুমার।
🎐নিশান্ত ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৯ বলে ৮৮ রান করে সাজঘরে ফেরেন। মাত্র ১২ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। ৭৩ বলে ৫৫ রান করেন সুমিত। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। যুবরাজ সিং ২১, হার্ষাল প্যাটে ২১, অঙ্কিত কুমার ১৭ ও হিমাংশু রানা ১৫ রানের যোগদান রাখেন।
🐓গুজরাটের হয়ে ৫৬ রানে ৪টি উইকেট নেন আর্জান নাগওয়াসওয়ালা।২টি করে উইকেট নেন প্রিয়জিৎসিং জাদেজা ও হেমাং প্যাটেল। ১টি করে উইকেট নেন চিন্তন গাজা ও রবি বিষ্ণোই।
💝জবাবে ব্যাট করতে নেমে গুজরাট ৩৬.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৬৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ওপেন করতে নেমে ঝোড়ো শতরান করেন উর্ভিল প্যাটেল। তিনি ৯২ বলে ১১৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ১১টি চার ও ৪টি ছক্কা।
শেষ ৫ ম্যাচে উর্ভিলের ব্যক্তিগত পারফর্ম্যান্স
১. বনাম ত্রিপুরা- অপরাজিত ১১৩ রান।
২. বনাম তামিলনাড়ু- ২৬ রান।
৩. বনাম উত্তরাখণ্ড- অপরাজিত ১১৫ রান।
৪. বনাম কর্ণাটক- ৩৩ রান।
৫. বনাম হরিয়ানা- অপরাজিত ১১৫ রান।
🉐এছাড়া হরিয়ানার বিরুদ্ধে এই ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন গুজরাটের বিশাল জসওয়াল ও আর্য দেশাই। তিনি ৩৯ বলে ৬৫ রান করে নট-আউট থাকেন। মারেন ৪টি চার ও ৫টি ছক্কা। আর্য ৬২ বলে ৫৭ রান করেন। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন। ৮২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে গুজরাট। সঙ্গত কারণেই ম্যাচের সেরা হন উর্ভিল।