এই মুহূর্তে রিঙ্কু সিং ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত মুখ। বিদ্যুৎগতিতে উত্থান হয়েছে তাঁর। কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত মরশুমের আইপিএল পারফরম্যান্সের ভিত্তিতেই ভারতীয় টিমে জায়গাও পেয়েছিলেন রিঙ্কু। নিরাশও করেননি। মহেন্দ্র সিং ধোনির পর রিঙ্কুকেই ভারতীয় ক্রিকেটের আধুনিক ফিনিশার ধরা হচ্ছে। সেই প্লেয়ারকেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া নি﷽য়ে একেবারে সমালোচনﷺার ঝড় বয়ে চলছে।
রিঙ্কু বিশ্বকাপের দলে না রাখাকে সমর্থন পানেসরের
তবে রিঙ্কুকে ১৫ সদস্যের দলে না রাখার ভারতীয় নির্বাচকদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর। ২০২৪ আইপিএলে বাঁ-হাতি তারকার ফর্মের কথা মাথায় রেখেই𝐆 পানেসর মনে করেন, ভারতের নির্বাচকেরা একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে রিঙ্কুকে কিন্তু ভারতের রিজার্ভ দলে রাখা হয়েছে। কেউ চোট পেলে বিশ্বকাপের টিমে ঢোকার সুযোগ থাকবে রিঙ্কুর কাছে।
আরও পড়ুন: দ্রাবিড়ের পরিবর্ত হিসেবে জোরালো হচ্ছে KKR মেন্টর গম্ভ𒁏ীরের নাম
এবার আইপিএল ১৩ ম্যাচ খেলে মাত্র ১৬৮ রান করেছেন রিঙ্কু। সর্বোচ্চ স্কোর ২৬। গড় ১৮.৬৭। রিঙ্কুর স্ট্রাইকরেট ১৪৮.৬৭। তবে অনেকের দাবি, রিঙ্কুর টিম ইন্ডিয়ার হয়ে পারফরম্যান্স দেখার পর এবারের বিশ্বকাপের মূল দলে জায়গা পাওয়া উচিত ছিল। ২০২৩ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয🐽়ার পর, ১৭৬.২৩ স্ট্রাইক রেটে ১৫ ম্যাচে রিঙ্কু আশ্চর্যজনক ৮৯ 𒐪গড়ে ৩৫৬ রান করেছেন।
FPJ-তে এক সাক্ষাৎকারে মন্টি পানেসর বলেছেন যে, ‘ভারত এই সিদ্ধান্তটি একেবারেই সঠিক নিয়েছে। কারণ রিঙ্কু সিং দুর্দান্🌞ত ছন্দে নেই। রান পাচ্ছেন না। অন্য খেলোয়াড়রাও আছেন, যাঁরা ওঁর চেয়ে ভালো পারফরম্যান্স করছেন। রিঙ্কু সিংয়ের নির্বাচনকে সমর্থন করা যায় না। কারণ ওর ফর্ম নেই, রানও নেই। দলে না থাকাটাই স্বাভাবিক। ক্রিকেটে এটাই সত্যি। দুর্ভাগ্যবশত আমি ভারতীয় নির্বাচকদের সঙ্গে একমত।’
তিনি আরও যোগ করেছেন, ‘টি-টোয়েন্টি বিশꦛ্বকাপের ক্ষেত্রে শেষ ৩ ওভারের বিষয় হবে না। এটি একটি বড় মঞ্চ। এবং ভারতের কাছে রিঙ্কু সিং আছে, যিনি ফর্মে নেই। এটি বিশাল বড় একটি সিদ্ধান্ত।’