ইংল্যান্ডের ভাইটালিটি টি২০ ব্লাস্ট প্রতিযোগিতায় টানটান থ্রিলার চলছেই। শেষ কয়েকদিন প্রায় প্রতিটা ম্যাচই শিরোনামে এসেছে। কোথাও শান মাসুদ দুবার আউট হয়েও সাজঘরে ফেরেননি আইসিসির নিয়মের দৌলতে, তো আবার কোনও ম্যাচে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে সাড়া ফেলে দিয়েছেন মার্নাস ল্যাবুশান। এরই মধ্যে নর্দ্যাম🀅্পটনশায়ার স্টিলব্যাক্স বনাম লেস্টারশায়ার ফক্সের জমজমাট ম্যাচ দেখল ক্রিকেটভক্তরা। লাস্ট ওভারের ব্য়াপক নাটকের পর অবশেষে জয় পেল টার্গেট চেজ করতে নামা লেস্টারশায়ার দল। শেষ ওভারে বাকি ছিল ১২ রান। এমনিতে আইপিএলে এই রান কিছুই নয়, তবে ইংল্যান্ডের বাউন্সি ট্র্যাকে এই রান তোলাও যে যথেষ্ট কষ্টসাধ্য কাজ, তাই বুঝো গেল এই ম্যাচে। ম্যাচ শেষ পর্যন্ত টাই হয়ে গেল।
আরও পড়ুন-‘সিরাজ তো খেতে বসেছে’, ভুল নামে ডাকতেই ℱসাংবাদিককে সটান জবাব সূর্যকুমার য✱াদবের
প্রথমে ব্যাট করে ২০৮ রান তোলে সিকান্দার রাজা, ডেভিড উইলিদের নর্দ্যাম্পটনশায়ার। ডেভিড উইলি করেন ৪৮ বলে ৭১ রান। ম্যাথিউ ব্রিটজকি করেন ২৬ বলে৪৭ রান। শেষ দিকে নেমে ১৪ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে🍒 দেন সিকান্দার রাজা। জবাবে ব্যাট করতে নেমে ঋষি প্যাটেলের অনবদ্য শতরানে খেলায় ছিল লেস্টারশায়ার ফক্সও। পিটার হ্যান্ডস্কম্ব করেন ৪৩ রান। শেষ বলে চার মেরে মဣ্যাচ টাই করেন লেউইস গোল্ডওয়ার্থি।
আরও পড়ুন-‘রোহিত🍷কে তোমরা এটা বলতে পারো না…’৪ ম্যাচে ৭৬ রান করেও সানিকে পাশে পেলেন হিট🎉ম্যান
শেষ ওভারে বল ༺করতে আসেন রাফায়েল ওয়েদারওয়েল। প্রথম বলে পিটার হ্যান্ডস্কম্ব দুরান নেন। দ্বিতীয় বলেই আউট হয়ে যান পিটার। তৃতীয় বলে এক রান নেন ইয়ান হল্যান্ড। চতুর্থ বলে ওয়েদারওয়েলের লেগ🉐 সাইডের ভুল লাইন লেন্থের বলে চার মারেন বেন ফক্স। কিন্তু এক বল পরই ফের নাটক। পঞ্চম বলে আউট হয়ে যান ফক্স। উইকেটে নতুন আসা টেলেন্ডার ব্যাটার লেউইস গোল্ডওয়ার্থির সামনে শেষ বলে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫ রান। ওভারের অন্তিম বল ফুল টস করেন বোলার, মিস হিট হলেও লেউইসের ব্যাটে লেগে বল থার্ডম্যানের দিক দিয়ে চার হয়ে যায়।
আরও পড়ুন-ক্যাচ নিতে 🌌গিয়ে প্রায় ধ𓄧াক্কা রোহিতকে, পন্তকে 'মধুর' শিক্ষা হিটম্যানের, ভিডিয়ো
টানটান উত্তেজনার শেষে ম্যাচ টাই হয়। মাথায় হাত দিয়ে🔥ই বসে পড়েন ম্যাচে চার উইকেট নেওয়া নরদ্যম্পটনশায়ারের বোলার রাফায়েল ওয়েদারওয়েল। কারণ চতুর্থ বলে তাঁকে ফক্স যখন চার মারে, সেই বলটির ক্ষেত্রেও ভুল ছিল বোলারের। ওভারের শেষ বলও ঠিক ঠাক ইয়র্কার করতে না পারায় ফুল টস হয়ে যায়, তাতেই চার হয়। এক্ষেত্রেও তাঁর বোলিংয়ে সামান্য হলেও ত্রুটি ছিল। তবে ম্যাচ কোনও দলই না হারায় খুশি দুই দলই। দুই দলেরই ৮ ✤ম্যাচে পয়েন্ট সংখ্যা দাঁড়াল ৯।