আর মাত্র কযেক দিন পরেই শুরু হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরটি বসতে🍌 চলেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। তবে তার আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের কাছে প্রথমবারের সাক্ষাতেই হারতে হয়েছে বাংলাদেশ দলকে। এই হারের নানা কারণ ব্যাখ্যা করা হচ্ছে। অনেকেই বলছেন আগে খেলার অভিজ্ঞতা না থাকার কারণে বাংলাদেশ এই 𒆙ম্যাচে হেরেছে। তবে দলের অধিনায়ক শান্ত মনে করেন পরের ম্যাচ থেকে দল ঘুরে দাঁড়াবে।
এদিকে আরও একটি তথ্য উঠে আসছে। আসলে এটাই তো প্রথ⛄ম নয় যখন বাংলাদেশের বিরুদ্ধে কোনও দল তাদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেল🅠তে নেমে বা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে জিতেছে। এর আগেও একাধিকবার এমন ঘটনা দেখা গিয়েছে।
আরও পড়ুন… ইউরো কাপের দল ঘোষণা করল প♕র্ত꧒ুগাল, নজির গোড়ার সামনে ৩৯ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
একাধিক দল তারা যখ⭕ন প্রথমবা♋রের মতো বাংলাদেশের পুরুষ দলের মুখোমুখি হয়েছিল এবং জয় পেয়েছিল।
চলুন বাংলাদেশ ক্রিকেটের লজ্জার সেই তালিকাটা দেখে নেওয়া যাক-
১) ইংল্যান্ড, অস্ট্রে🐭লিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ♊জিম্বাবোয়ের মতো দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে হেরেছে বাংলাদেশ দল।
২) বাংলাদেশের বিরুদ্ধে কেনিয়া তাদের 🌜প্রথম INTL ম্যাচটি জিতেছিল।
৩) কানাডা, 𝄹মার𓃲্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস তাদের প্রথম INTL ম্যাচটি বাংলাদেশের বিরুদ্ধে জিতেছিল।
৪) আয়ারল্যান্ড, আফগানিস্তান (তখন অ🐎্যাসোসিয়েটস) তাদের প্রথম INTL ম্যাচটি বাংলাদেশের বিরুদ্ধে জিতেছি⛎ল।
৫) স্কটল্যান্ড ও হংকং তাদের প্রথম আন্তর্জাতিক টি টোয়ে⛄ন্টি ম্যাচটি বাংলাদেশের বিরুদ্ধে জিতেছিল।
আরও পড়ুন… চেলসিতে শেষ মরিসিও পচেতিনো অধ্যায়! এক বছর কাটতে না কাটতেই দল ছাড♏়লেন টিমের হেড কোচ
কী বললেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত?
এদিনের ম্যাচের পর﷽ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দাবি করেন, অন্তত আরও ২০ রান করলে বাংলাদেশের ম্যাচ জেতার মতো পরিস্থিতিতে থাকত। ম্যাচের পরে শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাট করিনি। ভালো শুরু করলেও মাঝখানে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলি। যদি আরও ২০ রানের মতো করতে পারতাম তাহলে ভালো টোটাল হত।’ শুধু ব্যাটিং নয়, কাঠগড়ায় রেখেছেন নিজের দলের বোলিং ইউনিটকেও। শান্ত বলেন, ‘স্পিনাররা ভালো বল করেছে। শেষ ২-৩ ওভারে পেসাররা পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। আশা করি পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে।’
কেমন ছিল এই ম্যাচ-
প্রথমে ব্যাট করতে নেমে সৌম্য সরকার আক্রমণ করতে থাকলেও, ধীরে শুরু করেন লিটন দাস। ক্যাপ্টেন নাজমুল হোসেনꦜ শান্তর ইনিংস দেখলে যে কোনও বাংলাদেশিই লজ্জা পাবেন। ১১ বলে তিন রান করেন নাজমুল। শাকিবের অবস্থাও খুব খারাপ। তিনি ১২ বলে ছয় রান করেন তিনি। তবে শেষ পর্যন্ꩵত তৌহিদ হৃদয়ের ৪৭ বলে ৫৮ রান এবং মাহমুদউল্লাহের ২২ বলে অপরাজিত ২৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান তোলে বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সমস্যায় পড়ে যায় আমেরিকা। একের পর 🀅এক ডট বলের চাপে মার্কিন ব্যাটাররা রানই করতে পারছিলেন না। একটা সময় মনে হয়েছিল যে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দেবেন বোলাররা। কিন্তু কোরি এবং হরমিতের জুটিতে ম্যাচ থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকেন শাকিবরা। ষষ্ঠ উইকেটে ২৮ বলে অপরাজিত ৬২ রান যোগ করে আ🅷মেরিকাকে জিতিয়ে দেন প্রাক্তন কিউয়ি এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনটি ছক্কা হজম করেন মুস্তাফিজুর রহমান।