শনিবার দিনই নিউজিল্যান্ডের সব গরিমা ভেঙে চুরমার করে দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহি। একেবারে দুর্বল ইউএই-র কাছে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে হেরে লজ্জায় মুখ লুকিয়েছিল কিউয়ি ব্রিগেড। প্রথম বার তারা কোনও সহযোগী দেশের কাছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পরাজিত হয়েছিল। সেই লজ্জার হাত থেকে মুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন টিম স𒅌াউদিরা। অবশেষে তৃতীয় টি-টোয়েন্টি ৩২ রানে জিতে কোনও মতে মানরক্ষা করল নিউজিল্যান্ড।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ১৯ রানে জিতেছিল নিউজিল্যান্🌱ড। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৭ উইকেটের বিশাল জয় পায় ইউএ💙ই। তবে শেষ ম্যাচে এসে আবারও হেরে সিরিজ হাতছাড়া করল সংযুক্ত আরব আমিরশাহি। কোনওক্রমে সিরিজ জেতে নিউজিল্যান্ড।
ম্যাচের 🌞পর কিউয়ি অধিনায়ক টিম সাউদি স্বীকার করে নেন, কঠিন লড়াইয়ে তারা জয় পেয়েছে। সাউদি বলেন, ‘এই কন্ডিশনে আমরা কঠিন চ্যালেঞ্জ আশা করেছিলাম। সিরিজের শুরুতেই কিন্তু আমি বলেছিলাম, ওরা ক্রমশ উন্নতি করছে। এবং আমরা দেখেছি যে পুরো সিরিজ জুড়ে ওরা ওরা অত্যন্ত ভালো খেলেছে।’
রবিবার দুবাই আন্তর𒁏্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরব আমিরশাহি। দ্বিতীয় টি-টোয়েন্টির রেশ ধরে শুরুটা কিন্তু বেশ দাপটের সঙ্গেই করে তারা। ইনিংসের প্রথমেই কিউয়িদের দুই উইকেট তুলে নিয়ে তাদের চাপে ফেলে দেয় সংযুক্ত আরব আমিরশাহি। দলীয় ৩৫ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার। এর পর উ💛ইল ইয়ং এবং মার্ক চ্যাপম্যান মিলে তৃতীয় উইকেটে করেন ৮৪ রান। একটি ছক্কা এবং সাতটি চারের সাহায্যে উইল ইয়ং ৪৬ বলে ৫৬ রান করেন। আর চ্যাপম্যান করেন ৩২ বলে ৫১ রান। তাঁর ইনিংসে ছিল ২টি ছক্কা এবং পাঁচটি চার।
এরপর 𝐆অবশ্য ব্যাট হাতে কেউ সে ভাবে জ্বলে উঠতে পারেননি। মিচেল স্যান্টনার ১১ বলে ২০ করে অপরাজিত থাকেন। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬৬ রান। সংযুক্ত আরব আমিরাশাহির হয়ে ৩ উইকেট পেয়েছেন জুনায়েদ সিদ্দিক।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আমিরশাহি। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। দলের ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে থাক𝓰ে সংযুক্ত আরব আমিরশাহি। সেই সময়ে দলের হাল ধরেন অয়ন আফজাল খান এবং বাসিল হামিদ। এই দুই ব্যাটসম্যান মিলে ষষ্ঠ উইকেটে ৬৮ রানের জুটি গড়েন। তবে এই দুই ব্যাটার খুব ধীর গতিতে রান করছিলেন। যে কারণে শেষপর্যন্ত তাঁরা আর পেরে ওঠেননি।