বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ম্যাচ না হারার সহজ উপায় খুঁজে বার করে পাকিস্তান। এমন পিচ বানাও, যাতে কোনওভাবেই দুই ইনিংসে অল-আউট না হতে হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতানের এমনই অর্ডারি পিচে পাক ব্যাটাররা প্রথম ইনিংসে ঝুড়ি ঝুড়ি রান তোলেন। তিনজন ব্যাটার সেঞ্চুরি করেন। তবে দেওয়াল লিখনটা তখন থে🎶কেই পড়া যাচ্ছিল। এই পিচে ইংল্যান্ডর ব্যাটাররা যে পাক বোলারদের কার্যত ক্লাব পর্যায়ের ক্রিকেটারে নামিয়ে আনবেন, সেটা একপ্রকার নিশ্চিত ছিল। হলও তাই।
মুলতান টেস্টে পাকিস্তানের ইঁটের জবাবে পাথ😼র ছুঁড়ছে ইংল্যান্ড। পাকিস্তান টস জিতে শুরুতে ব্যাট করার সুযোগ হাতছাড়া করেনি। তারা নিজেদের প্রথম ইনিংসে ৫৫৬ রান তোলে। ব্যাট করে সাকুল্যে ১৪৯ ওভার। আবদুল্লা শফিক ১০২, শান মাসুদ ১৫১ ও আঘা সলমন ১০৪ রান কতরেন। এছাড়াও হাফ-সেঞ্চুরি করেন সউদ শাকিল (৮২)।
ইংল্যান্ডের হয়ে প্র🥂থম ইনিংসে বিস্তর ঘাম ঝরিয়ে ৩টি উইকেট নেন জ্যাক লিচ। ২টি করেꦍ উইকেট নেন ব্রাইডন কার্স ও গাস অ্যাটকিনসন। ১টি করে উইকেট দখল করেন ক্রিস ওকস, শোয়েব বশির ও জো রুট।
𒁏পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৪৯২ রান তুলে ফেলেছে। অর্থাৎ, পাকিস্তানের থেকে আর মাত্র ৬৪ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। এখনও হাতে রয়েছে ৭টি উইকেট।
ইতিমধ্যেই ব্যক্তিগত শতরান পূর্ণ করেছেন জো রুট ও 🐼হ্যারি ব্রুক। রুট ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন। তৃতীয় দিনের শেষে রুট অপরাজিত থাকেন ১৭৬ রানে। ২৭৭ বলের দাপুটে ইনিংসে তিনি ১২টি চার মারেন। হ্যারি ব্রুক অপরাজিত থাকেন ১৪১ রানে। ১৭৩ বলের ইনিংসে তিনি ১🐻২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
এছাড়া ৭৫ বলে ৮৪ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন বেন ডাকেট। তিনি ১১টি চার মারেন। ৮৫ বলে ৭৮ রানের ঝোড়👍ো ইনিংস খেলেন জ্যাক ক্রলি। তিনি ১৩টি চার মারেন। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন শুধু ক্যাপ্টেন ওলি পোপ। তিনি খাতা খুলতে পারেননি।
পাকিস্তানের হয়ে🙈 এখনও পর্যন্ত প্রথম ইনিংসে ১টি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও আমের জামাল। উইকেট পাননি আবরার আহমেদ, আঘা সলমন, সইম আয়ুব ও সউদ শাকিল।