ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে প্রথম জয় পেল পাকিস্তান দল। আজ বিশ্বকাপ অভিযান শুরু করল বাবর আজমরা। এদিন হায়দরাবাদে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে খেলতে নামে পাকিস্তান দল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৮৬ রান তুলতে সক্ষম হয়। তবে এদিনের শুরুটা মোটেই ভালো করেনি বাবর আজমের দল। পরপর উইকেট হারাতে থাকে তারা। মাত্র ৩৮ রানে তিন উইকেট পড়ে যায়। এমনকী পাক অধিনায়ক বাবর আজম মাত্র ৫ রান করে ফিরে 🐼যান। স্বাভাবিক ভাবেই ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে পাক দল।
সেই পরিস্থিতি থেকে দলকে টেনে তুলে এগিয়ে নিয়ে যান মহম্মদ রিজওয়ান এবং সউদ শাকিল। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে পাকিস্তান দল। এই দুই ব্যাটার রিজওয়෴ান এবং শাকিল ৬৮ রান করে ফিরে যান। রিজওয়ানের 🌺ইনিংসটি সাজানো ছিল মাত্র ৮টি বাউন্ডারির সৌজন্যে। শাকিলের ইনিংসটি সাজানো ছিল ৯টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সাহায্যে। এই দুই পাক ব্যাটারের দাপটে বড় রানে এগিয়ে যেতে থাকে তারা।
শুধু এই দুই ব্যাটারই নন, পাশাপাশি মহম্মদ নাওয়াজ ৪৩ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ৪টি বাউন্ডারির সাহায্যে। একই সঙ্গে শাদব খান ৩৪ বলে ৩২ রান করে ফিরে যান ২টি বাউন্ডারি এবং ১টি বাউন্ডারির সৌজন্যে।𝔍 যদিও এদিন পাকিস্তানের খেলা দেখে এটা মনে হয়েছিল নেদারল্যান্ডস তাদের অনেকটাই চাপে রেখেছে। যদিও শুরুতে এবং শেষের দিকে তেমনই ছবি ধরা পড়ে। এক ওভার হাতে থাকতেই পাকিস্তান দল মাত্র ২৮৬ রানে অলআউট হয়ে যায়। ডাচদের হয়ে দুর্দান্ত বোলিং করেন বাস ডে লিড। তিনি ৪ উইকেট নেন। এছাড়াও ২ উইকেট নেন কলিন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং ব্যাট হাতে অর্ধশতরান করেন। তবে তাঁর সঙ্গে ওপেন করতে নামা ম্যাক্স ও'ডাউড 🥃মাত্র ৫ রান করে ফিরে যান। বাস ডি লিড বল হাতে যেমন উইকেট নেন, তেমনই ব্যাট হাতেও দলকে ভরসা দেন। ৬৮ বলে ৬৭ রান করে দলকে ভরসা দেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। যদিও শেষের দিকে পরপর উইকেট হারাতে থাকে ডাচরা। ৪১ ওভারে মাত্র ২০৫ রানে শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। তিন উইকেট নেন হ্যারিস রউফ। ম্যাচের সেরা হয়েছেন শাকিল। সেই সঙ্গে ওডিআই বিশ্বকাপে ভারতের মাটিতে প্রথম ম্যাচ জিতল পাক দল।