বিসিসিআই সচিব জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জানা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড একমাত্র সদস্য যারা আইসিসি চেয়ারম্যান হিসেবে জয় শাহকে ভোট দেয়নি। তবে এতে কিছু যায় আ🌸সেনি জয় শাহের। বিসিসিআই-এর বর্তমান সচি൩ব ১ ডিসেম্বর ২০২৪-এ আইসিসি-তে দায়িত্ব গ্রহণ করবেন। জয় শাহ, যিনি নির্বাচনের পরে চেয়ারম্যান পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন, ক্রিকেটকে বিশ্বব্যাপী করে তোলার এবং এর জনপ্রিয়তা বাড়াতে তার সংকল্পের উপর জোর দেন। তার ফোকাস বিশেষ করে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স।
জয় শাহ পেয়েছেন ১৫ ভোট
জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, তবে আইসিসির বৈঠকে কী হয়েছিল তা একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির বর্তমানে ১𓂃৬ সদস্য রয়েছে। এতে দাবি করা হয়েছে যে মনোনয়ন দাখিলের সময় ১৫ জন সদস্যের সমর্থন পেয়েছিলেন জয় শাহ। শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জয় শাহের জন্য ভোট দেয়নি। জানা গিয়েছে তারা ‘নিরব দর্শক’ হিসাবে থেকেছে। ৩৫ বছর বয়সে আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হয়ে নতুন ইতিহাস গড়েছেন জয় শাহ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড কি করেছিল?
একটি সূত্র মারফৎ খবরে বলা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড একমাত্র সদস্য যার🍌া আইসিসি চেয়ারম্যান হিসেবে জয় শাহকে ভোট দেয়নি। জানা গিয়েছে পিসিবি-র তরফ থেকে কোনও কথা বলা হয়নি। এটার অবশ্য কোনও প্রয়োজন ছিল না, কারণ জয় শাহ বাকি সদস্যদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছিলেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড পুরো প্রক্রিয়া চলাকালীন দর্শকের ভূমিকা পালন করেছিল। নিজের নির্বাচনের পরে জয় শাহকে বলেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে আমার মনোনয়ন পেয়ে খুব ভালো লাগছে।’
আরও পড়ুন… ভিডিয়ো: CR7-এর দুর﷽ন্ত ফ্রিকিক, ৯০০ গোলের সামনে রোনাল্ডো, ক্রিশ্চিয়ানোকে বিশেষ সম্মান দেবে উয়েফা
কী বললেন জয় শাহ?
জয় শাহ বলেছেন, ‘ক্রিকেটকে আরও বৈশ্বিক করতে আমি আইসিসি দল এবং আমাদের সদস্য দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘আমরা একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়েছি, যেখানে একাধিক ফর্ম্যাটের ভারসাম্য বজায় রাখা, প্রযুক্তি গ্রহণ চালানো এবং নতুন বৈশ্বিক বাজারে আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্টগুলিকে পরিচিত করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের লক্ষ্য ক্রিকেটকে আগের চেয়ে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক এবং জনপ্🌄রিয় করে তোলা।’
আরও পড়ুন… আগেই সোশ্যালে ঘোষণা, তার﷽পর তড়িঘড়ি ডিলিট, অবশেষে আনুষ্ঠানিকভাবে LSG-র মেন্টরের দায়িত্বে জাহির খান
জয় শাহ পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির চেয়ারম্যান হয়েছেন
এখন পর্যন্ত ৪ জন ভারতীয় আইসিসি প্রধানের পদে অধিষ্ঠিত হয়েছেন। জগমোহন ডালমিয়া ১৯৯৭-২০০০ সাল পর্♌যন্ত আইসিসি সভাপতি ছিলেন। এরপরে ২০১০-২০১২ সাল পর্যন্ত শরদ পাওয়ার এই পদে ছিলেন। ২০১৪-১৫ সাল পর্যন্ত এন শ্রীনিবাসন এবং ২০১৫-২০২০ সাল পর্যন্ত শশাঙ্ক মনোহর এই পদে ছিলেন। মনে রাখবেন, ২০১৫ সালের আগে এই পদটিকে সভা▨পতি বলা হত, পরে এটিকে চেয়ারম্যান বলা শুরু হয়। জয় শাহ এখন পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির এই পদে এসেছেন।