বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে ইংল্যান্ড। সেখানেই এক মজার ঘটনা ঘটে গেল। ঘটনাটি ঘটে তৃতীয় টেস্ট ম্যাচ শুরুর আগের দিন। প্রথা মেনে বুধবার সাংবাদিক সম্মেলনে ম𒉰িলিত হন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। সেখানেই পাকিস্তানের সাংবাদিকের ভাঙা ভাঙা ইংরেজি শুনে কিছুই বুঝে উঠতে পারলেন না তিনি। প্রশ্ন বুঝে উঠতে না পেরে বারবার জিজ্ঞেস করতে থাকেন একই কথা। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। সেখানে পাকিস্তানের এক সাংবাদিক ভাঙা ভাঙা ইংরেজিতে স্টোকসকে কিছুটা একটা প্রশ্ন করেন। প্রথমবারে যা বুঝেই উঠতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। এক বার শোনার পর ফের প্রশ্নটি পুনরায় করতে বলেন তিনি। কারণ তিনি বুঝতে পারেননি।🧜 দ্বিতীয় বারও স্টোকস সেই পাক সাংবাদিক ঠিক কী বলতে চাইছেন বুঝতে ব্যর্থ হন। এরপর তিনি ক্ষমা চেয়ে বলেন, তাঁকে যেন আরও একবার ওই প্রশ্নটা করা হয়। এরপর গালে হাত দিয়ে তিনি বোঝার চেষ্টা করেন, ওই সাংবাদিকের প্রশ্ন।
এরকম পরিস্থিতিতেও যথেষ্ট সংযত থেকেছেন ইংরেজ অধিনায়ক। তাঁকে একবারের জন্য বিরক্তি প্রকাশ করতে দেখা যায়নি। তাঁর এই ব্যবহার মন ছুঁয়েছে নেট দুনিয়ার। উল্লেখ্য, ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বর্তমানে সেদেশে রয়েছে। প্রথম টেস্টে বড় জয়ের পর দ্বিতীয় টেস্টে পরাজিত হতে হয় তাদের। সিরিজ নিজেদের দখলে করার জন্য শেষ টেস্টে জয় পেতেই হবে ইংল্যান্ডকে। ম্যাচ শুরুর আগের দিন সিরিজ জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস🌜ী দেখায় স্টোকসকে। তিনি জানান, বাউন্স ব্যাক করার জন্য তার দল সব রকম প্রস্তুতি নিয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হয় তৃতীয় টেস্ট ম্যাচ। যেখানে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম দিনেই ২৬৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তাদের হয়ে একমাত্র বেন ডাকেক্ট (৫২) এবং জেমি স্মিথ (৮৯) অর্ধশতরান করতে সক্ষম হন। পাকিস্তানের হয়ে দুরন্ত বোলিং করেন সাজিদ খান। ৬ উইকেট নিয়েছিলেন তিনি। সিরিজ জয়ের ব্যাপারে দু’দলই বেশ আশাবাদী। তবে শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবে সেটা দেখার বিষয়। এর আগে প্রথম টেস্টে ইনিংস এবং ৪৭ রানে জয় পেয়েছꦫিল ইংল্যান্ড। এরপরে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। জয় লাভ করে ১৫২ রানে।