বাবর আজমকে বাদ দেওয়ার পরে জিতছে পাকিস্তান। কেন উইলিয়ামসন না থাকলেও ভারতে এসে টেস্ট সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। আর সেই দুটি বিষয় কি ভারতীয় নির্বাচকদের কাছে কোনও ব🌳ার্তা হতে চলেছে? এমনই প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রাক্তন পেসার ডোডা গণেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত টেস্ট সিরিজ হারের পরেই তিনি যে প্রশ্ন তুলেছেন, তা থেকে নেটিজেনদের একাংশের ধারণা, ডোডার নিশানায় ছিলেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মাও রান করতে না পাℱরলেও ডোডা যে দু'জনের উদাহরণ দিয়েছেন, তাতে অনেকের ধারণা বিরাটকেই নির্দিষ্টভাবে নিশানা করেছেন কর্ণাটকের প্রাক্তন খেলোয়াড়। যিনি কেএল রাহুলের সমর্থক হিসেবেও পরিচিত।
ভারতীয় নির্বাচকদের জন্য কোনও বার্তা? প্রশ্ন ডোডার
আর তিনি শনিবার সন্ধ্যায় বলেন, ‘বাবর আজমকে ছাড়াই জিতছে পাকিস্তান। ক♈েন উইলিয়ামসনকে ছাড়াই জিত🤪ছে নিউজিল্যান্ড। হুম! তাহলে কি ভারতীয় নির্বাচকদের জন্য কোনও বার্তা আছে?’
তাঁর সেই মন্তব্যের পরই এক নেটিজেন বলেন, ‘হ্যাঁ, যে কোনও ব্যক্তির থেকে দলের ভবিষ্যৎ বেশি🦂 গুরুত্বপূর্ণ। দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির জায়গা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে। যখন তরুণরা বেঞ্চে অপেক্ষা করছে, তখন জোর করে ওঁদের খেলানোর কোনও মানে হয়। আগে কী করেছেন, সেটা বেচে এখন খেলা এবং অধিনায়কত্বের কোটায় খেলা অনেক হয়েছে।’ অপর একজন বলেন, ‘হ্যাঁ। অবশ্যই যে কোনও খেলোয়াড়ের ঊর্ধ্বেই দল থাকে।’
একটু ওদিক-এদিক হলেই যত প্রশ্ন, পালটা নেটিজেনদের
যদিও কেনিয়ার প্রাক্তন কোচ ডোডার সেই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ প্রকাশ করেননি নেটিজেনদের অনেকেই। এক নেটিজেন বলেন, 'আমরা যখন কয়েকটা ম্যাচে হেরে যাই, তখন অনেক প্রশ্ন তোলা হয়। কিন্তু যখন আমরা জিতি, তখন ওই খেলোয়াড়দেরই নিয়ে কোনও প্রশ্ন তোলা হয় না। আমাদের এত আতঙ্কিত হয়ে পড়ার কিছু হয়নি। তাই এত দুশ্চিন্তা করতে হবে না। ভালো সময় আসতে চলেছে।' অপর একজন বলেন, ‘অস্ট𓃲্রেলিয়া সিরিজে বিরাট কোহলিকে বাদ দিলে বিষয়টা হাস্যকর হবে।'
‘বিরাটকে ছাড়াই অস্ট্রেলিয়ায় জিতেছিল ভারত’
বিরাটকে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়নি। যদিও এক নেটিজেন আবার বলেন, ‘বিরাটকে 🦂ছাড়াই ২০২০-২১ সালে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল ভারত। আর বিরাটকে ছাড়াই ২০২৩ সালে ইংল্যান্ড সিরিজেও জিতেছিল।’
যে বিরাট সম্প্রতি টেস্টে আহামরি ফর্মে নেই। বাংলাদেশের বিরুদ্ধে ছয় রান𝄹, ১৭ রান, ৪৭ রান এবং অপরাজিত ২৯ রান করেছিলেন। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে শূন্য রান, ৭০ রান, এক রান এবং ১৭ রান করেছেন বিরাট। স্পিনের বিরুদ্ধে রীতিমতো সমস্যায় পড়ছেন।