আজ আইপিএলে মাস্ট উইন ম্য🌞াচে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ 💛এবং লখনউ সুপার জায়ান্টস। দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ হেরে গেলেই, কার্যত প্লে অফ হাতছা়ড়া হয়ে যাবে দুই দলের কাছেই। কারণ হায়দরাবাদ এবং লখনউয়ের বর্তমানে ১১ ম্যাচ থেকে পয়েন্ট ১২। এদিকে চেন্নাই সুপার কিংসেরও তাই। নেট রান রেটে দুই দলের ওপরে রয়েছে ১১ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া চেন্নাই সুপার কিংস। ফলে এই ম্যাচ হারা মানেই প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়া। শুরুর দিকে আগ্রাসন দেখা গেছিল হেড, অভিষেকদের ব্যাটিংয়ে। ক্লাসেনও ছিলেন দুরন্ত ফর্মে। কিন্তু যতই সময় গড়িয়েছে খেলায় ধার কমেছে হায়দরাবাদের ব্যাটারদের। একটা সময় দেখে মনে হয়েছিল সহজেই পরের রাউন্ডে যাবে প্যাট কামিন্সের দল, কিন্তু এখন ১১ ম্যাচে ৬টি ম্যাচে জিতে আর পাঁচটিতে হেরে তাঁরা দাড়িয়ে রয়েছে লিগ টেবিলের চতুর্থ স্থানে। এদিকে বুধবার সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স ৩১ পেরিয়ে পা দিলেন ৩২-এ। জন্মদিনে বিশ্বকাপজয়ী অধিনায়কের পুরোনো এক ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে আইপিএল জয়ের পর বাড়ি ফিরে তাঁর অভিজ্ঞতার কথা জানাচ্ছেন কামিন্স।
আরও পড়ুন-IPL 2024- সঞ্জুর আཧউটের পরই উচ্ছাস, বিতর্ক ধামাচাপা দিতে হাত মেলালেন ক্যাপিটালসের মালিক- ভিডিয়ো
২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। সেবারের কলকাতা দলে ছিলেন প্যাট কামিন্সও। দলের একাধিক তারকা থাকায় তিনি সেই অর্থে তখন দাগ কাটতে পারেননি। কিন্তু দলের জয় চুটিয়ে উপভোগ করেছিলেন। কলকাতায় কাতারে কাতারে সমর্থকরা তাঁদের দেখার জন্য উৎসাহ দেখিয়েছিল, আইপিএলজয়ীদের দেখার জন্য ভর্তি হয়েছিল গোটা ইডেন গার্ডেন্স। ভাইরাল ভ♈িডিয়োয় সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আরও পড়ুন-১১ বꦯছরের অপেক্ষার অবসান,💦 PSG-কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড
২০২৩ সালে ২৫ জুন এক সাক্ষাৎকারে কেকেআরে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কামিন্স বলেছিলেন, ‘ আমি ২০১৪ সাল🌼ে কলকাতা নাইট রাইডার্সের সদস্য ছিলাম যখন তারা আইপিএল জিতেছিল। দলের জয়ের পর কলকাতায় ফিরে দেখেছিলেন পুরো প্যাকড আপ স্টেডিয়াম। প্রায় ৮০-৯০ হাজার লোক দলকে দেখতে এসেছিল, হয়ত কিছু মানুষ ক্রিকেটারদের দেখার সুযোগ পেয়েছিল। মনে হচ্ছিল যেন অন্য একটা বিশ্বে রয়েছি। এরপর যখন বাড়ি ফিরলাম, আম🉐ায় বউ পাত্তাই দিল না, তখন মনে হল আরে দুদিন আগে আমার পিছনে হাফ মিলিয়ন মানুষ ছিল, কি ভাবছ আমায়’। কামিন্সের জন্মদিনে ভাইরাল হয়েছে এই ভিডিও।
আরও পড়ুন-IPL 2024-আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার🐓্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!
আইসিসি প্রতিযোগিতায় অনবদ্য সাফল্য পেয়েছেন প্যাট কামিন্স, জিতেছেন টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ,🐬 ওডিআই বিশ্বকাপ। এবার সামনে টি২০ বিꩵশ্বকাপ অধিনায়ক হিসেবে জিততে মরিয়ে এই অস্ট্রেলিয়ান।