মাত্র সাতটি টেস্ট খেলেছেন। ইতিমধ্যে তিনটি শতরান হাঁকিয়ে ফেলেছেন। সেই তালিকায় আবার দুটি দ্বিশতরানও আছে। অর্থাৎ শতরান করেই আউট হয়ে যান না। বরং সেটাকে 'ড্য়াডি সেঞ্চুরি'-তে পরিণত করেন। আর তাই তো নিজের অভিষেক টেস্ট ইনিংসেই ১৭১ রান হাঁকান। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ২০৯ রান করেন। আবার অপরাজিত ২১৪ রানের ইনিংস খেলেন। কিন্তু কোন রহস্যে এত কম বয়সে কীভাবে এরকম অভ্যেস তৈরি করে ফেলেছেন, তা নিয়ে মুখ খুললেন যশস্বী জয়সওয়াল। রাজকোট টেস্টে ৪৩৪ রানে ভারতের রেকর্ড জয়ের পর সরকারি সম্প্রচারকারী সংস্থা জিয়ো সিনেমায় তারকা ওপেনার জানান, যে কোনও কিছু অর্জনের জন্য ভারতে কঠোর পরিশ্রম করতে হয় মানুষ। বাসে বা ট্রেনে কর🦄ে যাওয়ার জন্যও লড়াই করতে হয়। করতে হয় পরিশ্রম। আর সেভাবেই লড়াই করতে শিখে গিয়েছেন। তাই শতরানের পরই থেমে যান না। 'ড্য়াডি সেঞ্চুরি♚'-তে পরিণত হন সেটাকে।
আর যে রাজকোট টেস্টের পরে যশস্বী সেই কথাটা বললে🌄ন, সেই টেস্টের প্রথম ইনিংসে ১০ রান করেন ভারতের তারকা ওপেনার। আর দ্বিতীয় ইনিংসে ২৩৬ বলে ২১৬ রানে অপরাজিত থাকেন। অর্থাৎ স্ট্রাইক রেট ছিল ৯০.৬৭। তাঁর ইনিংস সাজানো ছিল ১৪টি চার এবং ১২টি ছক্কায়। যা এক ইনিংসে সর্বাধিক ছক্কা। শুধু তাই নয়, প্রꦇথম ভারতীয় হিসেবে রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, ইরানি কাপ, টেস্ট ক্রিকেট এবং বিজয় হাজারে ট্রফিতে দ্বিশতরানের নজির গড়েছেন তরুণ যশস্বী।
তবে দ্বিশতরান করলেও রাজকোটে যশস্বী ম্যাচের সেরার পুরস্কার পাননি। রাজকোটে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাদেজা। যিনি প্রথম ইনিংসে ১১২ রান করেন। সঙ্গে ৫১ রানে দুটি উইকেট নেন। আর দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নেন জাদেজা। খরচ করেন ৪১ রান। অন্যদিকে, দ্বিতীয় টেস্টে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যিনি বিশাখাপত্🦩তনম♏ে ৪৫ রানে ছয় উইকেট নিয়েছিলেন। তাঁর বোলিংয়েই দ্বিতীয় টেস্টের মোড় ঘুরে গিয়েছিল। আর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন।
টেস্টে যশস্বীর পরিসংখ্যান
আপাতত সাতটি টেস্টে খেলেছেন যশস্ꦬবী। মোট ৮৬১ রান করেছেন। সর্বোচ্চ করেছেন অপরাজিত ২১৪ রান। গড় ৭১.৭৫। স্ট্রাইক রেট ৬৮.৯৯। মোট তিনটি শতরান করেছেন। দুটি অর্ধশতরান করেছেন যশস্বী। আর চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে আপাতত সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে আছেন। তিনটি ম্যাচে করেছেন ৫৪৫ রান।♍ গড় ১০৯।
আরও পড়ুন: WTC 2023-25 Points Table: রাজকোটেꦉ জিতে দুই নম্বরে ভারত, ব্যাজবল করে শেষের থেকে দুইয়ে স্টোকসরা