আইপিএল চ্যাম্পিয়ন হতেই দলের সেরা তারকাকে দেওয়া কথা রাখল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এত বছরের ইতিহাসে এবারই প্রথম পয়েন্ট তালিকায় প্রথম স্থানে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। ফার্স্ট বয় হওয়ার পিছনে ইংল্যান্ডের ক্রিকেটার ফিল সল্টের ভূমিকা ছিল অনস্বীকার্য। সুনীল নারিনের সঙ্গে জুটি বেঁধে ইংরেজদের এই উইকেটরক্ষক ব্যাটার কার্যত ধোলাই করে দিয়েছিলেন বোলারদের। একাধিক ম্যাচে ওপেনিংয়ে বড় পার্টনারশিপের পাশাপাশি বেশ কয়েকবার নাইটদের ২০০-র গন্ডি টপকে যাওয়ার ভিত তৈরি করে দিয়েছিলেন এই ওপেনার। কিন্তু জাতীয় দলের অধিনায়ক জোস বাটলার এবং ইসিবির নির্দেশে প্লে অফের আ🦄গেই তাঁকে দেশে ফিরতে হয়েছিল, তবে মন পড়েছিল কলকাতায়। শিবির ছাড়ার আগে দলের সদস্যদের বলে গেছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার পর যাতে তাঁকে ফোন করা হয়। সানরাইজার্সকে ফাইনালে হারিয়ে সেটাই করল নাইটরা।
আরও পড়ুন-‘💟রোহিতদের কোচ হওয়ার সময় নেই’, আইপিএলের মোহে ভারতের কোচ হতে❀ চাননা প্রাক্তন তারকা
এবারের আইপিএলের নিলামের টেবিলে সল্টকে নেয়নি কোনও দল। কিন্তু জ্যাসন রয় আইপিএলে না আসার কথা জানাতে তখন সল্টকে নিয়েছিল কেকেআর। এরপর নিজের প্রথম ম্যাচ থেকেই নাইট শিবিরে নির্ভরতা দিয়েছিলেন সল্ট। উইকেটরক্ষকের সমস্যাও তিনি মিটিয়ে দিয়েছিলেন। এরপর হঠাৎই দল ছেড়ে দেশে ফ🍬েরার আগে এবারের আইপিএলে ১২ ম্যাচে ৪৩৫ রান করা সল্ট বলে গেছিলেন, যেন ট্রফি জিতে তাঁরা ভিডিয়ো কল করেন। অর্থাৎ তাঁর দল যে চ্যাম্পিয়নের মতোই খেলছে, সেটাই বলতে চেলেছিলেন। আর নাইট রাইডার্স জিততেই তাঁকে ভিডিয়ো কল করল টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
আরও পড়ুন-IPL 2024-টসের সময় অবাক কাণ্ড, এক পাক ঘুরে নিলেন শ্রেয়স আইয়ার, তাজ্জব নেটদুনিয়াཧ, ভ🗹িডিয়ো
আইপিএল ট্রফির জয়ের পরের দিনই এক ভিডিয়ো পোস্ট করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের এক্স হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে, ফিল সল্টকে ভিডিয়ো🌜 কল করেছেন কেকেআরের কোচিং স্টাফরা। সেই ভিডিয়ো কলেই বরুণ চক্রবর্তী ভালোবাসার চুম্বন দিলেন ইংরেজ ক্রিকেটারকে। সল্টকে দেখা গেল বেশ খোশমেজাজে। দলের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ কয়েক হাজার কিলোমিটার দূরে থেকেই উপভোগ করলেন ইংরেজ উইকেটরক্ষক ব্যাটার। সঙ্গে কেকেআর পোস্টে লেখে, ‘ উই মেড শিওর, ফিল ওয়াজ পার্ট অফ দ্য পার্টি’।
আরও পড়ুন-সুনীলের বিদায়ী🦋 ম্যাচের জন্য বিশেষ পরিকল্পনা, অনুমতির অ💎পেক্ষায় বঙ্গ ফুটবল সংস্থা
আইপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হলেও কলকাতা নাইট রাইডার্সের কিছুটা সমস্যাই হল আগামী বছর নিয়ে। কারণ ২০২৫ আইপিএলের আগে বড় নিলাম হওয়ার কথা। এত বছরের মতো যদি বেশ কয়েকজন ক্রিকেটার ধ♌রে রাখা যেত, তাহলে কোর টি☂ম একই থাকত গম্ভীরদের। কিন্তু সেই সুযোগ যদি না থাকে তাহলে হয়ত একসঙ্গে আর খেলতে দেখা যাবে না নারিন, রিঙ্কু,শ্রেয়স, রাসেল, বরুণ, সল্টদের। যদিও সেই চিন্তা টিম ম্যানেজমেন্টের। তাই ক্রিকেটাররা আপাতত চুটিয়ে উপভোগ করছেন ট্রফি জয়ের আনন্দ।