ব্যাটারদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন বোলাররা। বরং বলা ভালো মুকেশ কুমার ও প্রসিধ কৃষ্ণার পেস জুটিতে অস্ট্র🐼েলিয়া-এ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে ভ๊ারতীয়-এ দল। যদিও প্রথম ইনিসের নিরিখে পিছিয়ে পড়া কার্যত নিশ্চিত ভারতীয় দলের। রুতুরাজ গায়কোয়াড়দের প্রথম লক্ষ্য এখন একটাই যে, অজিদের লিড নাগালের বাইরে যেতে না দেওয়া।
অস্ট্রেলিয়ার গতিশীল বাউন্সি পিচে টেস্টের প্রথম দিনে ব্যাট করা কতটা কঠিন, 🍬সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। বৃহস্পতিবার ভারতীয় ব্যাটাররা সেই চ্যালেঞ্জটা হাড়ে হাড়ে টের পেলেন। বৃহস্পতিবার ম্যাকায়ে শুরু হয় ভারত-অস্ট্রেলিয়া এ-দলের সিরিজের প্রথম বেসরকারি টেস্ট। এক্ষেত্রে টস-ভাগ্য সঙ্গ দেয় অজিদের। টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করত🐭ে পাঠান অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ন্যাথন ম্যাকসুইনি।
পিচ ও পরিবেশ থেকে প্রাথমিক সুবি💙ধা কাজে লাগিয়ে অজি বোলাররা শুরুতেই কোণঠাসা করেন ভারতীয় ব্যাটিং লাইনআপকে। ইনিংস🎃ের শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে ভারতীয়-এ দল। একসময়ে তারা ৮৬ রানে ৯ উইকেট হারিয়ে বসে। ফলে ভারত প্রথম ইনিংসে ১০০ টপকাতে পারবে কিনা, সেই বিষয়ে দেখা দেয় ঘোর সংশয়।
শেষমেশ নভদীপ সাইনির ব্যাটে ভর করে ভারত কোনও রকমে ১০০ টপকে প্রথম ইনিংস শেষ করে। ভারতীয়-এ দল প্রথম ইনিংসে ৪৭.৪ ওভার ব্যাট করে ১০৭ রানে অল-আউট হয়ে যায়। চার নম্বরে ব্যাট করতে নেমে দেবদূত পাডিক্কাল দলের হয়ে সব থেকে বেশি ৩৬ রান করে সাজঘরে ফেরেন। ৭২ বলের ইনিংসে তিনি ২টি চার মারেন। সাই সুদর্শন করেন ২১ রান। ৩৫ বলের ইনিংসে তিনি ১টি চার মারেন। নয় নম্বরে ব্যাট কর🦂তে নেমে নভদীপ সাইনি ৪৩ বলে ২৩ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন।
বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। খাতা খুলতে পারেননি রুতুরাজ গায়কোয়༒াড়, নীতীশ রেড্ডি ও প্রসিধ কৃষ্ণা। অভিমন্যু ঈশ্বরন ৭, বাবা ইন্দ্রজিৎ ৯, ইশান কিষান ৪, মানব সুতার ১ ও মুকেশ কুমার অপরাজিত ৪ রান করেন। অস্ট্রেলিয়া-এ দলের হয়ে ১১ ওভারে ৬টি মেডেন-সহ ১৫ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন ব্রেন্ডন ডগেট। এটি তাঁর কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স।
🍨পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া-এ দল প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৯৯ রান তুলেছে। তারা ব্যাট করেছেন সাকুল্যে ৩৯ ওভার। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ভারতের থেকে মোটে ৮ রানে পিছিয়ౠে রয়েছে অস্ট্রেলিয়া।
শূন্য রানে আউট হন ওপেনার স্যাম ও তিন নম্বরে ব্যাট করতে নামা ক্যামেরন ব্যানক্রফট। ১৭ রান করে আউট হন মার্কাস হ্যারিস। ৩৩ রান করে মাঠ༺ ছাড়েন বিউ ওয়েবস্টার। ম্যাকসুইনি ২৯ ও কুপার কনলি ১৪ রানে নট-আউট থাকেন। প্রথম দিনে ভারতের হয়ে ৩০ রানে ২টি উইকেট নিয়েছেন মুকেশ কুমার। ১৮ রানে ২টি উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা।