শুভব্রত মুখার্জি: ঘরের মাঠে পাকিস্তানের বি💮রুদ্ধে টেস্ট সিরিজ যে তাঁর কেরিয়ারের শেষ লাল বলের ক্রিকেটের সিরিজ হতে চলেছে তা আগেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। পাশাপাশি ওয়ানডে ফর্ম্যাট থেকেও অবসর নেওয়ার কথা জানিয়েছেন তিনি। দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া দল। টেস্ট সিরিজে ইতিমধ্যেই একটি দুরন্ত শতরানও হাঁকিয়েছেন ওয়ার্নার। আর এমন আবহেই ডেভিড ওয়ার্নারকে নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়া দলের বর্তমান হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁর মতে তিন ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম সেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সবাইকে অবসর নিতে হয়। ডেভিড ওয়ার্নারকেও নিতে হবে। তিন ফর্ম্যাট মিলিয়ে ও সম্ভবত আমඣাদের সেরা ক্রিকেটার। ও সম্ভবত একটি ফর্ম্যাট অর্থাৎ টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়ে নিতে চলেছে খুব তাড়াতাড়িই। ওঁ টেস্ট ফর্ম্যাটে খেলা ছেড়ে দিলে সেটা দলের জন্য ক্ষতিই হবে। আমি জানি অনেকদিন ধরেই অনেকেই চাইছে যাতে ও অবসর নিয়ে ফেলে। তবে আমরা ভিতরে ভিতরে জানি আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার ও। আর সেই কারণেই আমরা পরপর সিরিজে ওঁকে দলে রেখেছি। ওঁর পরিবর্ত খুঁজে পাওয়াটা কঠিন হবে। যার গড় ৪৫,স্ট্রাইক রেট ৭০ তাঁকে হারানোটা দলের পক্ষে যথেষ্ট ক্ষতি। অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে সর্বাধিক রান সংগ্রাহক ও কিন্তু ও।’
তিনি আরও যোগ করে বলেন, ‘শেষ ১২টা মাস আমা🐼দের জন্য যেন দীর্ঘ সময় ছিল। ১২টা মাস আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল। এবার আমরা একটু আরাম করে বসতে পারি। আমাদের সমস্ত অ্যাচিভমেন্ট আমরা সেলিব্রেট করতে পারি। আমার পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ ফলে জিততে চাই। এরপরেই আমরা ডেভির (ডেভিড ওয়ার্নার) অ্যাচিভমেন্টকে সেলিব্রেট করবে।’ ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া✤র তৃতীয় টেস্ট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৭ জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে এই ম্যাচের। ঘটনাচক্রে ডেভিড ওয়ার্নারের টেস্ট কেরিয়ারে এটাই হতে চলেছে শেষ ম্যাচ।