মহিলা টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় ভারতের। অক্ষত রইল সেমিফাইনালে যাওয়ার আশা। বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দু’দল। ভারতের জন্য প্রয়োজন ছিল বড় জয়ের। ভুল করলেন না হরমনপ্রীতরা। ৮২ রানে হারিয়ে নিজেদের নেট রানরেট শুধরে নিলেন তাঁরা। এই ম্যাচে প্রথম একাদশের বাইরেও নজর কাড়লেন আরও এক ভারতীয় ক্রিকেটার। তিনি রাধা যাদব। হরমনপ্রীতের ﷽জায়গায় ফিল্ডিং করতে এসে ৩টি অসাধারণ ক্যাচ ধরেন তিনি। যার মধ্যে একটি ক্যাচ বিশ্ব মানের বললেও কম বলা হবে। এর ফলে টিম ইন্ডিয়ার ফিল্ডার অফ দ্য ডে মেডেল জিতে নেন রাধা। শুধু তাই নয় তাঁর ক্যাচ ধরার সেই ভিডিয়ো ভাইরাল হয় নেটদুনিয়ায়।
এদিন ম্যাচে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌরের জায়গায় ফিল্ডিং করতে নেমেছিলেন রাধা যাদব। প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট হারায় শ্রীলঙ্কা। সেই সময় বল করছিলেন রেণুকা সিং, ব্যাট করছিলেন বিশমি গুনরত্নে। শট খেলতে গিয়ে বল আকাশে তুলে দেন তিনি। সেই সময় রাধা পেছন দিকে দৌড়ে শরীর হাওয়ায় ছুঁড়ে দিয়ে অসাধারণ ক্যাচ ধরেন রাধা। যা দেখে ভারতীღয় দলের বাকি প্লেয়াররা তাঁর দিকে দৌড়ে যান এবং জড়িয়ে ধরেন। পরবর্তীতে শ্রীলঙ্কার ইনিংসের শেষ দিকে আরও দুটি ক্যাচ নেন রাধা।😼 এদিন ভারতীয় মেয়েদের ফিল্ডিং দেখার মতো ছিল। নিউজিল্যান্ডের কাছে হারের পর ফিল্ডিং নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছিল তাঁদের। এদিন যেন সেগুলির জবাব দিলেন তাঁরা।
অন্যদিকে এদিনের এই ফিল্ডিংয়ের পর খেলার শেষেও প্রশংসা পান রাধা যাদব। হেড কোচ অমল মজুমদার এবং ফিল্ডিং কোচ মুনিশ বালি সকল ভারতীয় দলের ক্রিকেটারদের সাবাশি দেন। স্টেডিয়ামের বড় স্ক্রিনে ফুটে ওঠে রাধার সেই ক্যাচ নেওয়ার দৃশ্যটি। এরপরেই তাঁকে ফিল্ডা🐻র অফ দ্য ডে হিসেবে মনোনীত করা হয় এবং মেডেল পরিয়ে দেওয়া হয়। স্বভাবতই এর জন্য বেশ খুশি দেখায় রাধাকে। লজ্জায় মুখ লুকিয়ে ফেলেছিলেন তিনি। তারপরেই বাকি প্লেয়াররা এসে তাঁকে অভিবাদন জানান। এরপর আনন্দে একটু নেচেও নেন ভারতীয় দলের এই স্পিনিং অলরাউন্ডার।