ভারতীয় ক্রিকেট দলকে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে কোচের পদ থেকে অব্যাহত নিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর পরিবর্তে এখন কোচের চেয়ারে বসেছেন গৌতম গম্ভীর।তিনিও নিজের প্রথম সিরিজেই লেটার মার্কস পেয়েছেন এখনও পর্যন্ত। দুটি ম্যাচের মধ্যে দুটিতেই শ্রীলঙ্কাকে হারিয়েছে সূর্যকুমার যাদবদের টিম ইন্ডিয়া। এই মূহূর্তে ভারত🦩ীয় ক্রিকেট দলে প্রতিভাবান ক্রিকেটারদের ছড়াছড়ি। এতটাই লড়াই রয়েছে দলে যে কখনও সঞ্জু স্যামসন, কখনও শুভমন গিল, কখনও রুতুরাজ গায়েকওয়াড়ের মতো ক্রিকেটাররাও দলে ঢুকতে পারছেন না। এরই মধ্যে সদ্য ♏সমাপ্ত টি২০ বিশ্বকাপ নিয়েই নিজের অভিজ্ঞতার কথা জানালেন রাহুল দ্রাবিড়। কয়েক সপ্তাহ আগে তাঁর অভিজ্ঞতা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দলকে কোচিং করিয়ে চ্য়াম্পিয়ন করার। বারবার সেখানকার পিচ নিয়ে কথা উঠলেও দ্রাবিড় বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না।
সাদা সিধে রাহুল দ্রাবিড় নিজের জীবনে বিতর্ক থেকে নিজেকে কয়েক যোজন দূরে সরিয়ে রেখেছেন বহুকাল। এক্ষেত্রেও নিউ ইয়র্কের পিচ নিয়ে হওয়া বিতর্ক তিনি আয়োজকদের কোনও দোষ দি🧸ল𝓀েন না। বরং চ্যালেঞ্জিং পরিস্থিতিই তাঁর দলকে কীভাবে সাহায্য করেছে সেটাই জানালেন রোহিতদের প্রাক্তন হেডস্যার। ক্রিকেটের স্বার্থে একটু কষ্ট যে সকলকেই করতে হবে, তাই বুঝিয়ে দিলেন তিনি।
২০২৮ অলিম্পিক্সে ঢুকবে ক্রিকেট। রাহুল দ্রাবিড় সদ্য অলিম্প🅷িক্স নিয়ে হওয়া এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘যদি পরিকাঠামোর কথা বলা হয়, তাহলে সেটা অবশ্যই চ্যালেঞ্জিং। কিন্তু ক্রিকেটকে যদি গোটা💯 বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে দিতে হয়, তাহলে এমন পরিস্থিতি মানিয়ে নিতে হবে। তাঁর জন্য যদি একটু অসময় খেলতে হয়, ক্ষতি কি। আমার কাছে সকাল ১০.৩০টায় ম্যাচ শুরু হওয়াটা কোনও বড় ব্যাপার নয়। আমরা মনোরঞ্জন দেওয়ার কাজ করি। তাই মানুষের যাতে এই খেলার প্রতি ঝোঁক বাড়ে সেটা আমাদের দায়িত্ব, তাই আমি এই বিষয়টায় মানিয়ে নিয়েছি ’।
দ্রাবিড় এরপর ম্যাচের সময় নিয়ে হওꦑয়া দুই দলের সুবিধ🌠ার কথা উল্লেখ করে বলেন, ‘রাতের দিকে খেলায় ডিউ ফ্যাক্টর কাজ করে, যেটা সকালের ম্যাচে হয় না। ফলে সেদিক থেকে দুই দলের কাছেই ম্যাচ ছিল সমান সমান। অস্ট্রেলিয়ায় আমরা দেখেছিলাম শিশির দিন রাতের ম্যাচে প্রভাব ফেলেছিল। তাই কোচিংয়ের দিক থেকে আমি সকালে ম্যাচ খেলায় মোটেই অসন্তুষ্ট নই। আইসিসি সঠিক সিদ্ধান্তই নিয়েছে ক্রিকেটকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রসারের জন্য নিয়ে গিয়ে। সেখানে এই খেলার ব্যাপক জনপ্রীয়তা রয়েছে। বেশ কয়েকটা ম্যাচে গ্যালারি পুরো ভর্তিও ছিল ’।