অল্প বয়সেই আন্তর্🌄জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে দিল্লির তরুণ ক্রিকেটার পৃথ্বী শ'য়ের। নিজের ক্রিকেট জীবনের প্রথম টেস্টেই তিনি তাক লাগিয়েছিলেন ব্যাট হাতে। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী বোলারদের বিরুদ্ধে তিনি হাকিয়েছিলেন একটি দুর্দান্ত শতরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাঁর ব্যাটের উপর ভর করেই সেই ম্যাচটি পকেটে তুলে নেয় টিম ইন্ডিয়া। সম্প্রতি, তাঁর উপর শ্লীলতাহান🍷ির অভিযোগ আসার পরেই চাপ পড়ে তাঁর ক্রিকেট জীবনের উপর। সাথে ছিল চোট-আঘাতও।
তবে এবার পৃথ্বী ফের ঘুরে দাঁড়ালেন। চলতি রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে একটি দারুণ ইনিংস উপহার দিলে🥂ন তিনি। যদিও ইনিংসটি ছোট ছিল, তবুও নজর কেড়েছে সকলের। ৪২ বলে করেন ৩৫ রান, যার মধ্যে রয়েছে পাঁচটি চার। নিজের ইনিংস নিয়ে এবিপি আনন্দের সঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুললেন দিল্লির তরুণ ক🐭্রিকেটার এবং দাবি করলেন যে তিনি জাতীয় দলে কামব্যাক করার জন্য সবরকম ভাবেই নিজেকে প্রস্তুত করছেন। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করলেন যে তিনি কোনও দিনই হাল ছাড়েননি।
পৃথ্বী বলেন, 'জাতীয় দলে যাতে আমি ফের সুযোগ পাই, সেদিকের উপর নজর রেখেই আমি নিজেকে সবরকম ভাবে প্রস্তুত করছি এবং নিজের খেলার উপর মনোযোগ দিচ্ছি। রইল কথা হাল ছাড়ার, সেটা আমার মাথায় কোনও দিন আসেনি আর ভবিষ্যতে আসবেও না। আমি খুব বাস্তববাদী ছেলে। আমি আগামী দিনের কথা মাথায় রেখেই নিজেকে তৈরি করি। সুতরাং পরিস্থিতির সঙ্গে ম🌳ানিয়ে নিতে কোনও রকমের কোনও চাপ হয়নি❀।'
পাশাপাশি, এই সাক্ষাৎকারে চলতি ম্যাচ এবং নিজের ইনিংসের প্রসঙ্গেও মুখ খুললেন পৃথ্বী। তিনি বলেন, 'দেখুন প্রায় পাঁচ মাস বাদে আমি আবার মাঠে নামলাম। খুব ভালো লাগছে। কোনও ক্রিকেটারই মাঠের বাইরে থাকা পছন্দ করেনা। আমার ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। আর চোট পাওয়া ক্রিকেট খেলার একটা অঙ্গ। এটা সবার সাথেই হয়েছে। সবাই এটাকে মেনে নিয়েই কঠোর অনুশীলন করেই আবার দলে ফিরেছে। আমার সাথেও কোনও দিন না কোনও দিন হতোই। তাই এগুলোকে মানিয়ে নিয়ে চলা ছাড়া উপায় নেই। আমি যে বলে আউট হয়েছি, সেটা সত্যি একটা দুর্দান্ত ডেলিভারি ছিল। ওটাকে দিনের সেরা ডেলিভারি বলা যেতেই পারে। আমি ভাবতেই পারিনি যে বলটা অতট♎া বাউন্স করবে। কিন্তু ব্যাট সরাবার সুযোগই পেলাম না কোনও।'