অল্প বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মুম্বইয়ের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ'র। নিজের ক্রিকেট জীবনের প্রথম টেস্টেই তিনি তাক লাগিয়েছিলেন ব্যাট হাতে। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী বোলারদের বিরুদ্ধে তিনি হাকিয়েছিলেন একটি দুর্দান্ত শতরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাঁর ব্যাটের উপর ভর করেই সেই ম্যাচটি পꦛকেটে তুলে নেয় টিম ইন্ডিয়া। সম্প্রতি, তাঁর উপর শ্লীলতাহানির অভিযোগ আসার পরেই চাপ পড়ে তাঁর ক্রিকেট জীবনের উপর। সঙ্গে ছিল চোট-আঘাতও।
তবে অবশেষে মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটার ঘুরে দাঁড়াতে সফল হন। চলতি রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে চলেছেন পꦐৃথ্বী। এবার ছত্তিশগড়ের বিরুদ্ধে 'গ্রুপ বি'র ম্যাচে তিনি শতরান হাঁকান। ১৮৫ বল খেলে ১৫৯ রান করেন তিনি, যার মধ্যে রয়েছে ১৮টি চার এবং তিনটি ছয়। এই ইনিংসের পর ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান নিজের লক্ষ্যের কথা। পৃথ্বীর বক্তব্য এই মুহূর্তে তার লক্ষ্য নিজের দল মুম্বইকে রঞ্জি ট্রফি জেতানো।
পৃথ্বী বলেন, 'এই মুহূর্তে আমি বেশি কিছু ভাবছি না। বর্তমানে যেটা চলছে সেটার দিকেই মনোযোগ দিচ্ছি। আমার মনে কোনও আশা নেই, তবে আমি খুশি যে আমি ক্রিকেট খেলছি। আমি চোট সারিয়ে এসেছি এবং নিজের সেরাটা দিতে চাই। এখন আমার প্রধান লক্ষ🦂্য হলো মুম্বইকে রঞ্জি ট্রফি জেতানো ♑এবং সেই অনুযায়ী আমি নিজের খেলা চালিয়ে যাচ্ছি। আমি যতটা পারছি দলের হয়ে অবদান রাখছি।'
পাশাপাশি, নিজের কামব্যাক নিয়েও মুখ খুললেন পৃথ্বী। তিনি বলেন, 'আমি ভালো করতে চাইছিলাম। কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে ভয় ছিল যে আমি আর আগের মতো খুলে খেলতে পারবো কিনা। অনেক🌳 চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছিল কিন্তু ক্রিজে কিছুক্ষণ সময় কাটানোর পর সমস্ত চিন্তা দূর হয়ে গেল। আমি ঘাবড়ে যায়নি, তবে কেন জানি না আমার কেমন একটা অদ্ভুত লাগছিল। তারপর ভাবলাম সবকিছু ঠিক হয়ে যাবে। এই ভেবে খেলতে থাকলাম।'
উল্লেখ্য, রঞ্জি ট্রফির ২০২২-২৩ মরশুমেও ব্যাট হাতে তাক লাগিয়েছিলেন পৃথ্বী শ। অসমের বিরুদ্ধে💞 ৩৮৩ বলে ৩৭৯ রানের একটি মারকুটে ইনিংস খেলে তিনি গড়েছিলেন একটি রেকর্ড। রঞ্জিতে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান করা ক্রিকেটার হয়েছিলেন এই ইনিংস খেলে।